জন্মভূমি
কত যে রক্তে রাঙ্গামাটি নিজভূমে আজ পরবাসী
মায়ের কোল শুন্য থাকে হারালো কেন চাঁদ ফুল হাসি ?
কত যে খিদে আগুন জিভে নেভেনা আগুন চোখের জলে
নরকের দ্বার কে দিল খুলে ফুটবেনা কলি এই ধরাতলে ।
দুপায়ে দলে গেছে চলে ,
(তবু ) আযানি সুর পথ খোঁজে
ভাঙ্গাবুকে পোড়াঘরে খুঁজে ফেরে সকাল সাঁঝে
তবু ও খোঁজে আবার খোঁজে ।
বৃষ্টি ধারায় এসে দাড়াই প্রথম কলি দুহাত তুলি
মেঘ আর মাটি নিয়েছি চিনে সাজাব সাধের জন্মভূমি ।
মায়ের কোল শুন্য থাকে হারালো কেন চাঁদ ফুল হাসি ?
কত যে খিদে আগুন জিভে নেভেনা আগুন চোখের জলে
নরকের দ্বার কে দিল খুলে ফুটবেনা কলি এই ধরাতলে ।
দুপায়ে দলে গেছে চলে ,
(তবু ) আযানি সুর পথ খোঁজে
ভাঙ্গাবুকে পোড়াঘরে খুঁজে ফেরে সকাল সাঁঝে
তবু ও খোঁজে আবার খোঁজে ।
বৃষ্টি ধারায় এসে দাড়াই প্রথম কলি দুহাত তুলি
মেঘ আর মাটি নিয়েছি চিনে সাজাব সাধের জন্মভূমি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪খুব সুন্দর!
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১১/২০১৪জন্মভূমির দুঃখে দুঃখী সুখে সুখী হওয়ার এই বাসনা ভাল লাগল।
কবিকে সান্ধ্য শুভেচ্ছা - -
আলোকিত অন্ধকার ২৯/১১/২০১৪চমৎকার লিখেছেন...।।