আমি ও আর চাতক
জল চায় জল চায় করে ওমন কাতর সুরে কে ডাকে
ওটা চাতকের ডাক... ওর কি ভীষণ তৃষ্ণা ভীষণ
ওকি বৃষ্টির জলে তৃষ্ণা মিটাবে?
আরোতো কত জল আছে, শুধু বৃষ্টির জল কেন?
সারা বছর কোথাও কোথাও বৃষ্টি হয়না ।
তখনও কি ওরা তৃষ্ণার্ত থাকে? অপেক্ষা করে বৃষ্টির জন্য....
কারো কারো চোখের জল কখনো ফুরায়না ।
সেই জলে কি তৃষ্ণা মেটেনা , যদিও স্বাদে নোনতা ।
আমি ও অপেক্ষা করে আছি তার জন্য....
ও আসবে সাথে নিয়ে আসবে সুবাস ।
ঘুমন্ত ভ্রুণ তার পরশে চোখ মেলে চায়বে ।
মাঠ ঘাট শহর পাহাড় নগর তোমার অপেক্ষায়
সবাইকে সিক্ত করো... সিক্ত করো... সিক্ত করো...
সবাইকে পূর্ণ করো... সবুজ করো... পূর্ণ করো...
আমি ও চাতকের মতো চেয়ে আছি সেই কবে থেকে
সব কিছুর শেষে, যদি আমায় মনে পড়ে
রাত শেষ হবার আগে এসো... সারারাত জেগে আছি..থাকব
ঘুমিয়ে পড়লে পাছে তুমি ফিরে যাও, জেগে আছি
আমি তৃষ্ণার্ত আকন্ঠ পান করব তোমার সুধা ধারা ।
ওটা চাতকের ডাক... ওর কি ভীষণ তৃষ্ণা ভীষণ
ওকি বৃষ্টির জলে তৃষ্ণা মিটাবে?
আরোতো কত জল আছে, শুধু বৃষ্টির জল কেন?
সারা বছর কোথাও কোথাও বৃষ্টি হয়না ।
তখনও কি ওরা তৃষ্ণার্ত থাকে? অপেক্ষা করে বৃষ্টির জন্য....
কারো কারো চোখের জল কখনো ফুরায়না ।
সেই জলে কি তৃষ্ণা মেটেনা , যদিও স্বাদে নোনতা ।
আমি ও অপেক্ষা করে আছি তার জন্য....
ও আসবে সাথে নিয়ে আসবে সুবাস ।
ঘুমন্ত ভ্রুণ তার পরশে চোখ মেলে চায়বে ।
মাঠ ঘাট শহর পাহাড় নগর তোমার অপেক্ষায়
সবাইকে সিক্ত করো... সিক্ত করো... সিক্ত করো...
সবাইকে পূর্ণ করো... সবুজ করো... পূর্ণ করো...
আমি ও চাতকের মতো চেয়ে আছি সেই কবে থেকে
সব কিছুর শেষে, যদি আমায় মনে পড়ে
রাত শেষ হবার আগে এসো... সারারাত জেগে আছি..থাকব
ঘুমিয়ে পড়লে পাছে তুমি ফিরে যাও, জেগে আছি
আমি তৃষ্ণার্ত আকন্ঠ পান করব তোমার সুধা ধারা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১১/২০১৪
-
স্বপন রোজারিও(১) ২৭/১১/২০১৪খুবই সুন্দর
ভাল লাগল বেশ।
শুভেচ্ছা কবি।