সম্পর্ক
একটু ঘিরে রাখো হাতটি হাতে রাখো
দিন ফুরালে আমার তৃষ্ণা মিটিয়ে যেও।
একটা শিশু একদিনেতে হয়না পরিনত
আগাছা যদি জন্মে থাকে একটু সরিয়ে দিও।
তারপর, দিন ফুরিয়ে মাস, মাস ফুরিয়ে বছর
বৃক্ষ হবে মহীরুহ তখন আর নইতো ছোট্ট চারা।
আগুন দিনে ছায়া দেব বৃষ্টি দিনে হব ছাতা
চাদর হয়ে হিমেল হাওয়ায় দেব উষ্ণ ধারা।
চলতে চলতে এমনি করে নবরত্ন রাখবে ঘিরে
সবার সাথে মিলব সাথী বছর ঘুরে দুবার করে ।
বুক দুরদুর কি হ্য় হ্য়, মুষড়ে পরি অবহেলায়,
কোরনা নিলাম, তোমার জয়ে খুশির ঝিলিক পাই।
সুখ দুঃখে ঝড়ের রাতে বন্ধু হয়ে তোমার কাছে
থাকব পাশে কথা দিলাম, জন্ম মৃত্যু যেমন নাচে।
তোমার সাথে আমার বাঁধন হোকনা চিরকালের
পাশে ছিলাম থাকবো কাছে স্বপ্ন নতুন ভোরের।
দিন ফুরালে আমার তৃষ্ণা মিটিয়ে যেও।
একটা শিশু একদিনেতে হয়না পরিনত
আগাছা যদি জন্মে থাকে একটু সরিয়ে দিও।
তারপর, দিন ফুরিয়ে মাস, মাস ফুরিয়ে বছর
বৃক্ষ হবে মহীরুহ তখন আর নইতো ছোট্ট চারা।
আগুন দিনে ছায়া দেব বৃষ্টি দিনে হব ছাতা
চাদর হয়ে হিমেল হাওয়ায় দেব উষ্ণ ধারা।
চলতে চলতে এমনি করে নবরত্ন রাখবে ঘিরে
সবার সাথে মিলব সাথী বছর ঘুরে দুবার করে ।
বুক দুরদুর কি হ্য় হ্য়, মুষড়ে পরি অবহেলায়,
কোরনা নিলাম, তোমার জয়ে খুশির ঝিলিক পাই।
সুখ দুঃখে ঝড়ের রাতে বন্ধু হয়ে তোমার কাছে
থাকব পাশে কথা দিলাম, জন্ম মৃত্যু যেমন নাচে।
তোমার সাথে আমার বাঁধন হোকনা চিরকালের
পাশে ছিলাম থাকবো কাছে স্বপ্ন নতুন ভোরের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ১৬/১২/২০১৪অনেক ভালো লাগলো ।।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৭/১১/২০১৪খুব ভালো লেখনী
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ২৬/১১/২০১৪সুন্দর বেশ ভাল লেগেছে ।
-
সামসুল আলম দোয়েল ২৬/১১/২০১৪ভালো লাগল
-
উদ্বাস্তু নিশাচর ২৬/১১/২০১৪স্বপ্ন নতুন ভোরের// ভোরটা আলোকিত হোক আপনার কল্পনায়। প্রেমময় ছন্দে ভাসিয়ে নিয়েছেন কবিতা রঙে