কেমন আছ
হাসি মুখে হাত বাড়িয়ে আরতো বলবেনা
ভালো আছি
চেনা পথে কুশল নিতে আর দাড়িয়ে পড়বেনা
কেমন আছ ?
আকাশ ভরা মেঘ বাদলে লক্ষ্য তোমার ঠিক ছিল
যখন বৃষ্টি ঝরছিল কলম থেকে কৃষ্ণচূড়া ফুটছিল
গুন গুনিয়ে তোমার মুখে সুর ঝংকার ঝরবেনা
নতুন গানে
কেন এমন ছোট্ট জীবন প্রশ্ন করি বল কাকে
ছড়িয়ে গেছ আলোর কনা প্রতি পথের বাঁকে
এই দুচোখে স্বপ্ন দেখা কোনদিন বন্ধ করবনা
ভালো আছি স্বপ্নে বাঁচি ।
ভালো আছি
চেনা পথে কুশল নিতে আর দাড়িয়ে পড়বেনা
কেমন আছ ?
আকাশ ভরা মেঘ বাদলে লক্ষ্য তোমার ঠিক ছিল
যখন বৃষ্টি ঝরছিল কলম থেকে কৃষ্ণচূড়া ফুটছিল
গুন গুনিয়ে তোমার মুখে সুর ঝংকার ঝরবেনা
নতুন গানে
কেন এমন ছোট্ট জীবন প্রশ্ন করি বল কাকে
ছড়িয়ে গেছ আলোর কনা প্রতি পথের বাঁকে
এই দুচোখে স্বপ্ন দেখা কোনদিন বন্ধ করবনা
ভালো আছি স্বপ্নে বাঁচি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫হমমম। সুন্দর। বেচে আছি স্বপ্নের মাঝেই...........
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ২৬/১১/২০১৪শুধু স্বপ্ন দেখে জীবন কাটানো সম্ভব নয় । কিন্তু সত্যি হলে কত ভালোহতো
-
ইফতেখারুল আলাম বাঁধন ২৬/১১/২০১৪বাহ ! ভালোই তো । Ballad টাইপ অনেকটা । গান হতে পারে এটা দিয়ে ।
-
অ ২৬/১১/২০১৪বেশ ভালো লাগল ।
-
জে এস সাব্বির ২৫/১১/২০১৪ছন্দে রাঙিয়ে আমার মনের কথা বলে দেওয়ার জন্য ধন্যবাদ ।