রঙ্গোলী
তোর জন্যে রং রেখেছি অপরাজিতার পাঁপড়িতে
তোর জন্যে রং রেখেছি নীল আকাশে রামধনুতে ।
তোর জন্যে রং রেখেছি পলাশ ফোটা জঙ্গলে
তোর জন্যে রং রেখেছি শিশির ধোয়া পদ্ম ফুলে ।
ভোমরার গানে গোমড়া মুখে চলকে উঠবে হাসি
মাতাল বাতাস উতাল হবে শুনে বাঁশের বাঁশি ।
পারবিনা তু্ই থাকতে ঘরে ঝরনা হয়ে ঝরবিরে
মুখ লুকিয়ে এই বুকেতে মনের মানুষ খুঁজবিরে ।
ফাগুনের আগুন আঁচে মন পুড়ে যায় যাকনারে
রং মেলাতে রঙের দেশে আজ দুজনেই জাগব'রে ।
তোর জন্যে রং রেখেছি নীল আকাশে রামধনুতে ।
তোর জন্যে রং রেখেছি পলাশ ফোটা জঙ্গলে
তোর জন্যে রং রেখেছি শিশির ধোয়া পদ্ম ফুলে ।
ভোমরার গানে গোমড়া মুখে চলকে উঠবে হাসি
মাতাল বাতাস উতাল হবে শুনে বাঁশের বাঁশি ।
পারবিনা তু্ই থাকতে ঘরে ঝরনা হয়ে ঝরবিরে
মুখ লুকিয়ে এই বুকেতে মনের মানুষ খুঁজবিরে ।
ফাগুনের আগুন আঁচে মন পুড়ে যায় যাকনারে
রং মেলাতে রঙের দেশে আজ দুজনেই জাগব'রে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪এক কথায় অসাধারন ৷
-
শম্পা ২১/১১/২০১৪কবিতা টা দারুন লাগলো।
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪ভাল লাগল
-
রক্তিম ২০/১১/২০১৪আপনি আছেন পাশে। তাই সাহস বুকে জাগে । সুপ্রভাত ।
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৯/১১/২০১৪কবিতার নামকরনে ... মুগ্ধ।
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪খুবই ভালো লাগলো এক কথায় অসাধারন আর সত্যি পড়তে পড়তে মুগ্ধ হয়ে আপনার আজ সবগুলো লেখা বিরতিহীন ভাবে পড়ে ফেললাম ,ভালো থাকবেন আশা করি সামনের দিনগুলোতে আরো সুন্দর ভালো লেখা পাবো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/১১/২০১৪পড়তে পড়তে হঠাৎ শেষ হয়ে গেলো। অনেক ভালো হয়েছে। আরো দীর্ঘ হলে মনে হয় আরো তৃপ্তি পেতাম। ভালো লাগলো.................
-
অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪এর আগেও অনুপ্রাসে লেখা আপনার একাধিক কবিতা পড়েছি; প্রতিটিই ভাল হয়েছে। এই কবিতায় প্রথমদিকের চার লাইনে অনুপ্রাসের ব্যবহার করলেও শেষে একটু ভিন্ন মাত্রায় গড়েছেন - তাও বেশ হয়েছে। সুন্দর সুন্দর সব উপমা ব্যবহার করেছেন! কে বলেছে আপনি উপমা খুঁজে পান না?
অভিনন্দন রইল কবি -