www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙ্গোলী

তোর জন্যে রং রেখেছি অপরাজিতার পাঁপড়িতে
তোর জন্যে রং রেখেছি নীল আকাশে রামধনুতে ।
তোর জন্যে রং রেখেছি পলাশ ফোটা জঙ্গলে
তোর জন্যে রং রেখেছি শিশির ধোয়া পদ্ম ফুলে ।
ভোমরার গানে গোমড়া মুখে চলকে উঠবে হাসি
মাতাল বাতাস উতাল হবে শুনে বাঁশের বাঁশি ।
পারবিনা তু্ই থাকতে ঘরে ঝরনা হয়ে ঝরবিরে
মুখ লুকিয়ে এই বুকেতে মনের মানুষ খুঁজবিরে ।
ফাগুনের আগুন আঁচে মন পুড়ে যায় যাকনারে
রং মেলাতে রঙের দেশে আজ দুজনেই জাগব'রে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এক কথায় অসাধারন ৷
    • রক্তিম ২৪/১১/২০১৪
      আজ কোনো কথা হবেনা । আপনার এই মন্তব্যে আমি গর্বিত । ভালো থাকবেন ।
  • শম্পা ২১/১১/২০১৪
    কবিতা টা দারুন লাগলো।
    • রক্তিম ২১/১১/২০১৪
      আপনার ভালো লাগা আমাকে আলোকিত করুক । সুন্দর জীবনের অপেক্ষাতে থাকলাম আমরা সবাই ।
  • পিয়ালী দত্ত ২০/১১/২০১৪
    ভাল লাগল
  • রক্তিম ২০/১১/২০১৪
    আপনি আছেন পাশে। তাই সাহস বুকে জাগে । সুপ্রভাত ।
  • কবিতার নামকরনে ... মুগ্ধ।
  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    খুবই ভালো লাগলো এক কথায় অসাধারন আর সত্যি পড়তে পড়তে মুগ্ধ হয়ে আপনার আজ সবগুলো লেখা বিরতিহীন ভাবে পড়ে ফেললাম ,ভালো থাকবেন আশা করি সামনের দিনগুলোতে আরো সুন্দর ভালো লেখা পাবো ।
    • রক্তিম ১৯/১১/২০১৪
      আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ । আজকের দিনের কথা আমার মনে থাকবে । ভালো থাকবেন
  • পড়তে পড়তে হঠাৎ শেষ হয়ে গেলো। অনেক ভালো হয়েছে। আরো দীর্ঘ হলে মনে হয় আরো তৃপ্তি পেতাম। ভালো লাগলো.................
    • রক্তিম ১৯/১১/২০১৪
      তৃপ্তি কথাটা আপাত দৃষ্টিতে একেক জনের কাছে এক এক রকম । যেমন আমার মাছের ঝোল আর ভাত সাথে গন্ধরাজ লেবুতে আমার তৃপ্তি । আর কারো বিরিয়ানি কারো মোগলাই । তবে আপনি বলেছে আমি চেস্টা করব । ভালো আছি ভালো থাকবেন...
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
    এর আগেও অনুপ্রাসে লেখা আপনার একাধিক কবিতা পড়েছি; প্রতিটিই ভাল হয়েছে। এই কবিতায় প্রথমদিকের চার লাইনে অনুপ্রাসের ব্যবহার করলেও শেষে একটু ভিন্ন মাত্রায় গড়েছেন - তাও বেশ হয়েছে। সুন্দর সুন্দর সব উপমা ব্যবহার করেছেন! কে বলেছে আপনি উপমা খুঁজে পান না?

    অভিনন্দন রইল কবি -
    • রক্তিম ১৯/১১/২০১৪
      শব্দেরা যেমন আসে আসতে দিই । একটু সাজাতে চেস্টা করি , চেস্টা করি । আপনার কথা মত আর ও একতু ভেবে প্রকাশ করব ।ভালো থাকবেন ।
 
Quantcast