গান তুমি হও
গান তুমি হও ঝড়ের রাতে পথ দেখানো আলো
গান তুমি আজ সাথীর বুকে প্রানের প্রদীপ জ্বালো ।
গান তুমি আজ ঝাপসা চোখে হারিয়ে যাওয়া দৃষ্টি,
গান তুমি আজ মরা গাঙে অঝোর ধারার বৃষ্টি ।।
গান তুমি হও পাল তোলা নাও উজান বেয়ে যাওয়া
গান তুমি আজ জীয়নকাঠি বাঁচার মন্ত্রে গাওয়া ।
গান তুমি আজ ঝলসে ওঠো যেই খানেতে হতাশ
গান তুমি আজ ক্যানভ্যাসেতে স্বপ্ন দেখার সাহস ।।
গান তুমি আজ চিনিয়ে দিলে ঘর ভাংছে কারা
গান তুমি আজ শিখিয়ে দিলে জয়ের মুক্তধারা ।
গান তুমি আজ নিরব মুখে প্রতিবাদের ভাষা
গান তুমি আজ ঐক্যতানে ঠিক খুঁজে পাই দিশা ।।
কেউ যদি সুরকার থাকেন সুর দিয়ে গাইতে পারেন ।
গান তুমি আজ সাথীর বুকে প্রানের প্রদীপ জ্বালো ।
গান তুমি আজ ঝাপসা চোখে হারিয়ে যাওয়া দৃষ্টি,
গান তুমি আজ মরা গাঙে অঝোর ধারার বৃষ্টি ।।
গান তুমি হও পাল তোলা নাও উজান বেয়ে যাওয়া
গান তুমি আজ জীয়নকাঠি বাঁচার মন্ত্রে গাওয়া ।
গান তুমি আজ ঝলসে ওঠো যেই খানেতে হতাশ
গান তুমি আজ ক্যানভ্যাসেতে স্বপ্ন দেখার সাহস ।।
গান তুমি আজ চিনিয়ে দিলে ঘর ভাংছে কারা
গান তুমি আজ শিখিয়ে দিলে জয়ের মুক্তধারা ।
গান তুমি আজ নিরব মুখে প্রতিবাদের ভাষা
গান তুমি আজ ঐক্যতানে ঠিক খুঁজে পাই দিশা ।।
কেউ যদি সুরকার থাকেন সুর দিয়ে গাইতে পারেন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪গান নিয়ে গান অপূর্ব
-
একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪কিন্তু গানে আজ মানুষের কথা কই? গান আজ পাপের প্রধান সহকারী ছাড়া আর কিছুই নয়... তবে কিছু কিছু গান আজও হয়...... সাগরের বুকে ছিটে ফোঁটা দ্বীপের মতো...।
সুন্দর লেখা কবি... সুন্দর আহ্বান... -
অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪সুন্দর সুন্দর শব্দের সম্মিলনে চমৎকার গানের মালা হয়ে গেল! বেশ লাগল কিন্তু।
অভিনন্দন কবি - -
মঞ্জুর হোসেন মৃদুল ১৮/১১/২০১৪বেশ ভাল লাগল।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪আমি গাইলে আপনার গান আর গান থাকবে না................