আমা হতে জন্ম
আমা হতে জন্ম হে পুরুষ ...........
আমাকেই যুগে যুগে অপমান করেছ
আমার পীযুষ ধারায় পুষ্ট হয়েছ
আমিই বার বার পৌরুষের শিকার
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই পরীক্ষা দিতে হ্য় আমি সতী কিনা
আমার ইচ্ছার কোন মূল্য দাওনি
আমিই পাশার চালে বাজী হয়ে যাই
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই পসরা বানিয়ে বাজারে বসাও
আমার বিচ্ছুরিত যৌবনে লক্ষ্মী লাভ হ্য়
আমিই বিগত যৌবনা হলেই পথে পাই ঠাই
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই দোষী দেখানো হয় নর নয় নারী প্রসবে
আমার জঠর হ্য় দানবের জনমে কলঙ্কিত
আমিই ছলিত হয়েছি বারবার ভালবাসার চরকিতে
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই কেন পুরষের দেওয়া চিহ্ন বইতে হ্য়
আমার শরীর আমার মৃত্যূর কারণ কেন হ্য়
আমিই অধিকার বুঝে নিতে হব মাতঙ্গিনী
আমিই রুখে দাঁড়াব বিকৃত পুরুষের সামনে
আমিই বলব প্রকৃতি আর পুরুষের শেষ কথা
নিজেকে নিজেই রক্ষা করি, আমিই সেই নারী ।।
আমাকেই যুগে যুগে অপমান করেছ
আমার পীযুষ ধারায় পুষ্ট হয়েছ
আমিই বার বার পৌরুষের শিকার
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই পরীক্ষা দিতে হ্য় আমি সতী কিনা
আমার ইচ্ছার কোন মূল্য দাওনি
আমিই পাশার চালে বাজী হয়ে যাই
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই পসরা বানিয়ে বাজারে বসাও
আমার বিচ্ছুরিত যৌবনে লক্ষ্মী লাভ হ্য়
আমিই বিগত যৌবনা হলেই পথে পাই ঠাই
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই দোষী দেখানো হয় নর নয় নারী প্রসবে
আমার জঠর হ্য় দানবের জনমে কলঙ্কিত
আমিই ছলিত হয়েছি বারবার ভালবাসার চরকিতে
আমা হতে জন্ম হে পুরুষ ..........
আমাকেই কেন পুরষের দেওয়া চিহ্ন বইতে হ্য়
আমার শরীর আমার মৃত্যূর কারণ কেন হ্য়
আমিই অধিকার বুঝে নিতে হব মাতঙ্গিনী
আমিই রুখে দাঁড়াব বিকৃত পুরুষের সামনে
আমিই বলব প্রকৃতি আর পুরুষের শেষ কথা
নিজেকে নিজেই রক্ষা করি, আমিই সেই নারী ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ৩০/১১/২০১৪
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪খুবই ভালো লাগলো, আর একটি কথা আজ কিন্তু আপনার সবগুলো লেখাই পড়ছি ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১১/২০১৪খুবই সুন্দর ভাব, বর্ণনা ও গ্রন্থণশৈলী প্রযুক্ত কবিতাটি মনে দাগ কেটে যায়।
কবি খুব সুন্দর করে নারী জীবনের চিরন্তনী ক্ষত, কষ্ট ও গ্লানীগুলোকে চিত্রায়ীত করতে সক্ষম হয়েছেন। নারী সততই এই সব অনাচার অবিচার আর লিঙ্গবৈষম্যের শিকার হয়ে আসছে। যুগে যুগে নারী হয়েছে ভোগ্যপণ্য, ব্যবসার হাতিয়ার, নারীকেই সতীত্বের পরীক্ষা দিতে এমন কি জীবন পর্যন্ত। এখানে পুরুষ সকল প্রশ্নের উর্দ্ধে।
দুষ্ট প্রজন্ম জন্ম দেয়ার কারণে আজো নারীর জঠরকেই দায়ী করা হয়। অথচ কত শত বীর পুরুষ জ্ঞানী-গুণী মহাজন এই জঠরে জন্ম নিয়ে নারীর অমৃত (পীযুষ) পানে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, প্রভূত নাম যশ খ্যাতি অর্জন করেছেন। কিন্তু সেখানে নারীর কৃতিত্ব আজো গৌণ। তাই নারী আজ তার অধিকার আদায় করতে নিজেদের রক্ষা করতে বিপ্লবী মাতঙ্গিনী হাজরা হবার পণ করছে।
এত সুন্দর কবিতাটি কবির অসর্তকতায় কয়েকটি বানানের জন্য অপরিচ্ছন্ন হয়ে থাকতে পারে না। কবি নিশ্চয়ই বানানগুলো ঠিক করে নিবেন: যাই, লক্ষ্মী, ঠাঁই, চালিত (ছলিত কি ছলনা থেকে আগত)?
সবশেষে; কবির কলম থেকে আরো সুন্দর লেখার প্রত্যাশা রইলো।
শুভেচ্ছা অপার - -
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪ভালো লাগলো কবি...।। চেতনাময়ী
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১১/২০১৪তুমিই ই বিরঙ্গনা, তোমা হতেই সৃষ্টি আমরা।
ভালো লাগলো আপনার লেখাটি।
তোমার সৌন্দর্যে আর
জুড়িনেই সৃষ্টির অপরুপ শিল্প কর্মে ।
তুমি তোমার অধর জমিনে
বপন করেছ যৌবনের রঙ।
কাল না সাদা দেখনি চেয়ে
এসেছে নতুন ফসলের বান।
বিশ্বাস ঘাতকতা করেছে পৌরুষত্ব
তুমি হতে পারনি পরিতৃপ্ত ।
মনের অনলে পুড়ে পুড়ে
সঁপে দিয়েছ নতুন নতুন
শকূনের কল্যাণে ।
তবুও রেখেছ চিহ্ন
এহেন ধরা করেছ পূর্ণ ।