আকাশের ঠিকানা
সেই একা এক সূর্য সেই একা এক চাঁদ
নির্জন এক দ্বীপে আমার একা একা থাকা/
একরাশ তারাদের ভিড়ে, তবু খুঁজে ফিরি
পরিচিত মুখের ছবি যা আছে এ মনেতে আঁকা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
যারা কথা দিয়েছিল সাথে সাথে যাবে,
যারা কথা দিয়েছিল/
যারা হাত ধরেছিল ঝড় বুকে নেবে
যারা কথা দিয়েছিল/
যারা বৃষ্টিতে ভিজেছিল তারা কেউ কথা রাখেনি/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
পায়ে পায়ে ছুটে যাই সকালের নরম রোদে
যদি সুর ভেসে আসে/
সবুজ ঘাসের বুকে কুয়াশা চাদরে
যদি সে ফিরে আসে/
দেখি আলোর ঠিকানাতে পাখি সব মেলে বুঝি ডানা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনা/
নির্জন এক দ্বীপে আমার একা একা থাকা/
একরাশ তারাদের ভিড়ে, তবু খুঁজে ফিরি
পরিচিত মুখের ছবি যা আছে এ মনেতে আঁকা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
যারা কথা দিয়েছিল সাথে সাথে যাবে,
যারা কথা দিয়েছিল/
যারা হাত ধরেছিল ঝড় বুকে নেবে
যারা কথা দিয়েছিল/
যারা বৃষ্টিতে ভিজেছিল তারা কেউ কথা রাখেনি/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
পায়ে পায়ে ছুটে যাই সকালের নরম রোদে
যদি সুর ভেসে আসে/
সবুজ ঘাসের বুকে কুয়াশা চাদরে
যদি সে ফিরে আসে/
দেখি আলোর ঠিকানাতে পাখি সব মেলে বুঝি ডানা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনা/
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪কবিতায় একটা দুঃখবোধ আছে যা সহজেই পাঠকের মনে আঁচর কাটে।। বেশ ভালো লেখা...
-
অনিরুদ্ধ বুলবুল ১২/১১/২০১৪কবিতার বিষয়বস্তু খুবই সুন্দর প্রকাশেও বেশ মুন্সিয়ানা আছে। সব মিলিয়ে একটা উপভোগ্য কবিতাই পড়লাম। কবিকে অভিনন্দন।
(/) চিহ্নগুলো একটু বৈসাদৃশ্য লাগে; মনে হয় ওগুলো দাঁড়ির স্থলে ব্যবহার করেছেন।
ধন্যবাদ ও শুভরাত্রি। -
ডঃ নাসিদুল ইসলাম ১২/১১/২০১৪BISTAR SANGE NAM KARON TA AKTU ALADA MONE HOCHE TABE LIKHA VALO HOYECH
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১২/১১/২০১৪আমার মনে হয় নামকরনটা আকাশের ঠিকানা থেকে বন্ধন, বাধন বা এই টাইপের কিছু হলে বেশী ভালো হতো। শুভেচ্ছা নিবেন।
-
মোঃ আবদুল করিম ১২/১১/২০১৪ভালো হয়েছে