বন্ধু যখন সাথে
গোধুলিতে আনবে যখন উষার স্নিগ্ধতা,
যেদিন বিকেলে ফোটাবে ভোরের ফুল,
আসর শুধু তোমারই জন্য সেই খানেতেই I
পরশুদিন শুক্রবারে আসর বসবে রাজার ঘরে
সঙ্গে এনো কবিতাকে মনের ভাষা প্রানের সুরে I
কবিতা আসবে কবিতা বসবে কবিতা থাকবে সাথে
সামনের দিন ফাগুন দিন জলসা চলবে অধিক রাতে I
বসলে আসর ফাগুন রাতে মোহিনী মন চক্ষু রঙিন
ফিরতে পথ আর পাবে না খুঁজে,জীবন তখন নতুন I
ভয় করিনা হবে জয় হবে জয় বন্ধু যখন সাথে
উথলে উঠবে ফেনা, চলকে পরবে সুধাবারি
টালমাটাল পায়ের তলায় নাইবা থাকুক মাটি
বন্ধু যখন সাথে I
যেদিন বিকেলে ফোটাবে ভোরের ফুল,
আসর শুধু তোমারই জন্য সেই খানেতেই I
পরশুদিন শুক্রবারে আসর বসবে রাজার ঘরে
সঙ্গে এনো কবিতাকে মনের ভাষা প্রানের সুরে I
কবিতা আসবে কবিতা বসবে কবিতা থাকবে সাথে
সামনের দিন ফাগুন দিন জলসা চলবে অধিক রাতে I
বসলে আসর ফাগুন রাতে মোহিনী মন চক্ষু রঙিন
ফিরতে পথ আর পাবে না খুঁজে,জীবন তখন নতুন I
ভয় করিনা হবে জয় হবে জয় বন্ধু যখন সাথে
উথলে উঠবে ফেনা, চলকে পরবে সুধাবারি
টালমাটাল পায়ের তলায় নাইবা থাকুক মাটি
বন্ধু যখন সাথে I
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪খুবই ভালো লাগলো
-
রক্তিম ১৩/১১/২০১৪ভালো লাগলো আপনার এই ছোট্ট উক্তি । ভালো প্রেমিক। হা হা হা একটু হেসে হালকা হলাম । ভালো থাকুন ।
-
ডঃ নাসিদুল ইসলাম ১৩/১১/২০১৪VALO PREMIK
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১১/২০১৪শেষের এগুলো কি আই না কি দাড়ি?
-
অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪বন্ধু সাথে থাকলে পৃথিবীটাই অন্য রকম লাগে!
চলুক কবিতার ঘোড়া পঙ্খীরাজ হয়েই
শক্ত লাগাম থাকুক আমার আপন হাতেই। -
মোহাম্মদ তারেক ১০/১১/২০১৪বন্ধু যখন সাথে, হোক না যাই কিছু। অনেক ভাল লাগল।