www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জোত্স্না

আঁকতে চেয়েছিলাম একটা মস্ত বড় আকাশ
পারিনি, পারিনি ফিরিয়ে দিতে সেই মুক্ত আকাশ/
সবুজ ধানের ক্ষেতে বয়ে যেত যে বাতাস
আনতে পারিনি, বড় বিষাক্ত সেই বাতাস/
যে মাঝিটা রোজ নিয়ে যেত মেঘনার ওপারে
বিনি পয়সায় তোমার মুখে হাসি দেখার তরে/
ও বলতো “ দিদিমনি তোমার হাসি জোত্স্নার মতো,
শুধু ঝরে আর ঝরে” ও হারিয়ে গেছে বুদবুদের মতো/
বিকেলে ধরে দিতে হতো ফড়িং প্রজাপতি আর,
একটা বাচ্ছা কাঠবেড়ালি এটা ছিল নতুন আবদার/
সবই হতো ইচ্ছেমত একেবারে মনের মতন,
মরে যেত, ওরা সইতে পারতনা এত আদর যতন/
তারপর মারামারি কাটাকাটি হয়ে গেল দেশ ভাগ
হারিয়ে গেল ফুরিয়ে গেল মান অভিমান আর রাগ/
এখনো ইচ্ছা করে জলের মধ্যে ডুব সাঁতার দিই
খেজুর গাছে উঠে পাটকাঠি দিয়ে রস শুষে নিই/
ভাবনা গুলো স্বছ জলে চিরিক দেওয়া মাছের মতো
আসে আবার কথায় চলে যায়, মিলিয়ে যায় ক্ষত/
পূর্নিমা এলে আকাশের দিকে চেয়ে থাকি সারাক্ষণ
চাতকের মতো জোত্স্না খেয়ে ভরিয়ে ফেলি মন/
স্মৃতির পাতা উড়তে উড়তে সামনে এসে যখন পড়ে
জল থই থই বুকের মধ্যে বৃষ্টি ধারা অঝোর ঝরে/
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    খুব খুব খুবই ভালো লাগলো অসাধারন
    • রক্তিম ১৯/১১/২০১৪
      আজ আপনি আমার কাছের মানুষ অনেক মন্তব্যে সাজিয়ে দিচ্ছেন । থাকলো শুভেছা ।
  • ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪
    এখনো ইচ্ছা করে জলের
    মধ্যে ডুব সাঁতার দিই
    খেজুর
    গাছে উঠে পাটকাঠি দিয়ে রস
    শুষে নিই/
    ভাবনা গুলো স্বচ্ছ
    জলে চিরিক
    দেওয়া মাছের মতো
    আসে আবার কথায়
    চলে যায়, মিলিয়ে যায়
    ক্ষত/
    পূর্নিমা এলে আকাশের
    দিকে চেয়ে থাকি সারাক্ষণ
    চাতকের
    মতো জোত্স্না খেয়ে ভরিয়ে ফেলি মন/
    স্মৃতির
    পাতা উড়তে উড়তে সামনে এসে যখন
    পড়ে
    জল থই থই বুকের
    মধ্যে বৃষ্টি ধারা অঝোর
    ঝরে


    অনবদ্য কথামালা।
    • রক্তিম ১২/১১/২০১৪
      অনবদ্য কথামালা ............ আপনার অভূতপূর্ব মন্তব্য আমার চলার পথের শক্তি জোগাবে।
    • রক্তিম ০৭/১১/২০১৪
      আপনাদের এই অসাধারণ মন্তব্যে আমি সিঞ্চিত । আপনার ভালো থাকুন।
  • মু.আমির কাসেম ০৭/১১/২০১৪
    পড়ে খুব ভাল লাগল।ধন্যবাদ কবি।
  • অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
    হারানো সুখ কখনো ফিরে এলেও হারানো সময় হারানো জোৎস্নারা কখনো ফেরে আসে না। তাই কবি যখন বলেন - "চাতকের মত জোৎস্না খেয়ে ভরিয়ে ফেলি মন" তখন যেন তৃষ্ণাগুলো আরো বেড়ে যায়।

    বেশ ভাল লাগল কবি।
    অভিনন্দন।
  • বেশ লাগল।
    • রক্তিম ১২/১১/২০১৪
      মন বোঝেনা রাঙাদারা এমনি করেই কার অন্তরে রয়ে যায় । অপেক্খ্যা করে............।।
  • চূড়ান্ত ০৬/১১/২০১৪
    ভালো
 
Quantcast