দাও ফিরিয়ে দাও
দাও ফিরিয়ে দাও ময়ুর পন্খী নাও
বোঝার ভারে ক্লান্ত, আকাশ দেখতে দাও.
ধূলো মাটি খেলা কাটবে সারা বেলা
হাওয়ার ছোটা ছোট্ট ডানা মেলা I
দাও ফিরিয়ে দাও.......
জীর্ণ পাতা সরিয়ে দেখ আমরা কিশলয়
সহজ পাঠে সহজ করে বর্নপরিচয়.
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও I
দাও ফিরিয়ে দাও.......
মুক্ত মনের হাসি ঝরনার বুকে চুপকথা
ছোট্ট সোনার রাত ভীড় করে থাক রুপকথা I
ভোরের শিশির ভেজা শিউলির টুপ টাপ
স্বপ্ন মাখা বৃষ্টি হয়ে দিঘির জলে ঝাঁপ
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও
দাও ফিরিয়ে দাও I
বোঝার ভারে ক্লান্ত, আকাশ দেখতে দাও.
ধূলো মাটি খেলা কাটবে সারা বেলা
হাওয়ার ছোটা ছোট্ট ডানা মেলা I
দাও ফিরিয়ে দাও.......
জীর্ণ পাতা সরিয়ে দেখ আমরা কিশলয়
সহজ পাঠে সহজ করে বর্নপরিচয়.
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও I
দাও ফিরিয়ে দাও.......
মুক্ত মনের হাসি ঝরনার বুকে চুপকথা
ছোট্ট সোনার রাত ভীড় করে থাক রুপকথা I
ভোরের শিশির ভেজা শিউলির টুপ টাপ
স্বপ্ন মাখা বৃষ্টি হয়ে দিঘির জলে ঝাঁপ
দুয়ার খুলে তারে হালকা মেঘে দোলাও
ঝরবে খুশির পান্না যদি বাঁশিতে ফু দাও
দাও ফিরিয়ে দাও I
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪খুবই ভালো লাগলো এক কথায় অসাধারন
-
অনিরুদ্ধ বুলবুল ০১/১১/২০১৪উদ্দীপক কথামালায় সুন্দর কবিতা, বেশ লেগেছে।
আরো ভাল হবে যদি বানানগুলো আবার পরখ করেন।
অভিনন্দন কবি। -
মঞ্জুর হোসেন মৃদুল ০১/১১/২০১৪মুগ্ধ হলাম কবি।
-
মনিরুজ্জামান শুভ্র ০১/১১/২০১৪সুন্দর কবিতা । ভাল লাগলো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪দিয়ে দিলাম ফু....................