আজ কোনো কথা নয়
আজ কোনো কথা নয়, শুনছ না বাজতে বাজতে ক্লান্ত সানাই/
রজনী আর লাল গোলাপে শয্যা ডাকছে তোমায় আমায়/
ফুটি ফুটি করে গোলাপ পাঁপড়ি একটু একটু মেলছে/
অতীত চাইনা, ভবিষ্যত ও চায়না, বর্তমান কিছু চাইছে/
আজ আর কোনো কথা নয়, চোখে চোখে কথা হোক
আজ আর কোনো কথা নয়, হৃদয় হৃদয়কে চিনে নিক/
আজ তুমি বৃষ্টি হও আমি ঝড় হতে রাজি/
তুমি পাঁপড়ি মেলে এসো আমি দুহাত বাড়িয়ে আছি//
রজনী আর লাল গোলাপে শয্যা ডাকছে তোমায় আমায়/
ফুটি ফুটি করে গোলাপ পাঁপড়ি একটু একটু মেলছে/
অতীত চাইনা, ভবিষ্যত ও চায়না, বর্তমান কিছু চাইছে/
আজ আর কোনো কথা নয়, চোখে চোখে কথা হোক
আজ আর কোনো কথা নয়, হৃদয় হৃদয়কে চিনে নিক/
আজ তুমি বৃষ্টি হও আমি ঝড় হতে রাজি/
তুমি পাঁপড়ি মেলে এসো আমি দুহাত বাড়িয়ে আছি//
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪খুব খুবই ভালো হয়েছে
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪ভালোবাসা ভালোবাসা অনুপম।
-
অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪সহজ সরল আহ্বান!
অল্প কথায় অনেক বলা!
ভাল লেগেছে। -
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ৩১/১০/২০১৪সুন্দর ভাষায় সুন্দর ভাবনা ।
-
শিমুল শুভ্র ৩১/১০/২০১৪আসরে সু স্বাগতম
কবিতা বেশ ভালো লাগল ।