কবিতা
ঝিনুকমালা
তোর গাওয়াতেই ঝরনা ছোটে নোতুন দিনের ভোরে
তোর চাওয়াতেই কনকচাঁপা পাঁপড়ি মেলে ধরে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
সবার কাছে এমনি করে সুরের ডানা মেলুক ।
তোর কান্নায় উঠোন জুড়ে বকুল বৃষ্টি ধারায়
তোর হাসিতে আঁধার ভেঙ্গে খুশী আলো ছড়ায় ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর মেঘবালিকা যেমন খুশী আঁকুক ।
বাতাস এসে একটু দাঁড়ায় সজনে গাছের পাতায়
দিন রাত্রির স্বরলিপি লুকোচুরি খেলায় ।
তোর খোলা চিঠির নিমন্ত্রণে আকাশ ঝোঁকে সর্ষেক্ষেতে
আল পেড়িয়ে আসছে সবাই ভোরের গন্ধ নিতে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর স্বপ্নগুলো সত্যি হয়ে উঠুক ।
তোর গাওয়াতেই ঝরনা ছোটে নোতুন দিনের ভোরে
তোর চাওয়াতেই কনকচাঁপা পাঁপড়ি মেলে ধরে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
সবার কাছে এমনি করে সুরের ডানা মেলুক ।
তোর কান্নায় উঠোন জুড়ে বকুল বৃষ্টি ধারায়
তোর হাসিতে আঁধার ভেঙ্গে খুশী আলো ছড়ায় ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর মেঘবালিকা যেমন খুশী আঁকুক ।
বাতাস এসে একটু দাঁড়ায় সজনে গাছের পাতায়
দিন রাত্রির স্বরলিপি লুকোচুরি খেলায় ।
তোর খোলা চিঠির নিমন্ত্রণে আকাশ ঝোঁকে সর্ষেক্ষেতে
আল পেড়িয়ে আসছে সবাই ভোরের গন্ধ নিতে ।
ঝিনুক - ঝিনুক - ঝিনুক
আবদারে তোর স্বপ্নগুলো সত্যি হয়ে উঠুক ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪ছন্দে ছন্দে নেচে যায় প্রাণ ,ভালো লাগলো
-
চূড়ান্ত ০৭/১১/২০১৪ভালো লাগলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪স্বপ্ন গুলো সত্যি হয়ে উঠুক। এই শুভ কামনা থাকলো।
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ৩১/১০/২০১৪কবি খুব ভালো লাগলো
-
Sandip Saha ৩১/১০/২০১৪jhinuk mala tomar khola chithir nimontrone sobai asuk dale dale..besh valo..
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪সুন্দর...।
-
মোহাম্মদ তারেক ৩০/১০/২০১৪বেশ ভাল লাগল লেখাটি.... সহগমনের আশা রাখছি..
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪ঝিনুক মালা বেশ লাগলো কবি।
আরো সুন্দর লেখা দিয়ে আসরকে সমৃদ্ধ করবেন আশা রাখি। -
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪আসরে সু স্বাগতম
বেশ ভালো লাগলো ।