নাড়ার আগুন চাই
নাগরিক নগরেরও রয়েছে নিজস্ব সৌন্দর্য। জানিনা কেন এই সৌন্দর্যে বিরক্তি চলে আসে এত দ্রুত। ইচ্ছে হয় ছেড়ে যাই এইসব। আমার বাহন হোক দুই পা আর নাকে থাকুক শীতের ঝাঁঝ। আধুনিক কোন শীত-বস্ত্র নয়। গায়ে জড়িয়ে থাক পাতলা কোন চাদর। শিশুদের তৈরি নাড়ার আগুনের পাশে বসে আমার শীতল দেহ শুষে নিক উষ্ণতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।