সুমেরীয় সভ্যতা
প্রশ্নটা ছিলো:
সুমেরীয় সভ্যতা সম্পর্কে যা জানো নিজের ভাষায় লেখো। (কমপক্ষে ১০ টি বাক্যে উত্তর দাও)
প্রশ্ন টা ৭ নম্বরের ছিল ঠিক আর যতদূর মনে পড়ে আমি ক্লাস ৬ বা ৭ এ পড়ি।
সে যাইহোক,
আমি উত্তর ও লিখলাম বেশ জম্পেশ করে। কারণ মন দিয়ে শুনেছিলাম ম্যাডাম এর ইতিহাসের ক্লাস টা।
ইউনিট টেস্ট এর খাতা দিল সব মোটামুটি ঠিক ছিলো কিন্তু ওই মারাত্মক প্রশ্নের জম্পেশ উত্তরে আমায় শূন্য দিল।
আশ্চর্য্য!!! বলেছিল ১০ টি বাক্যে লিখতে কিন্তু...এটা কি হল?
এটা জানতাম, লেখার পড়ে একটা পূর্ণচ্ছেদ মানেই একটা বাক্য।
গুণে গুণে সুমেরীয় সভ্যতার ১০ টি বাক্য দিয়ে সুমেরীয় সভ্যতার দুর্ধর্ষ মানচিত্রের লিখিত রূপ দিয়েছিলাম। সে বাক্য গুলো আমার স্বভাবের মত অগোছালো হতেই পারে। তাই বলে শূন্য!!
ফার্স্ট বয় কে দেখলাম ও বললো ১০ টা বাক্য না লিখে শুধু জানিনা লিখে এলেও পারতিস!! একই নম্বর পেতিস।
এটার কোনো মানে হয়??
৭ না দিক ১ বা ০.৫ ও তো দেওয়া যায়। অতোটা নীল কালি আর সাদা পাতার মূল্য শূন্য??
এখনও সেই নিষ্ঠুর দিনের কথাটা ভাবলে, একবার হেসে উঠে বলে ফেলি উফ: সে যে কি দিন ছিল..."।
সুমেরীয় সভ্যতা সম্পর্কে যা জানো নিজের ভাষায় লেখো। (কমপক্ষে ১০ টি বাক্যে উত্তর দাও)
প্রশ্ন টা ৭ নম্বরের ছিল ঠিক আর যতদূর মনে পড়ে আমি ক্লাস ৬ বা ৭ এ পড়ি।
সে যাইহোক,
আমি উত্তর ও লিখলাম বেশ জম্পেশ করে। কারণ মন দিয়ে শুনেছিলাম ম্যাডাম এর ইতিহাসের ক্লাস টা।
ইউনিট টেস্ট এর খাতা দিল সব মোটামুটি ঠিক ছিলো কিন্তু ওই মারাত্মক প্রশ্নের জম্পেশ উত্তরে আমায় শূন্য দিল।
আশ্চর্য্য!!! বলেছিল ১০ টি বাক্যে লিখতে কিন্তু...এটা কি হল?
এটা জানতাম, লেখার পড়ে একটা পূর্ণচ্ছেদ মানেই একটা বাক্য।
গুণে গুণে সুমেরীয় সভ্যতার ১০ টি বাক্য দিয়ে সুমেরীয় সভ্যতার দুর্ধর্ষ মানচিত্রের লিখিত রূপ দিয়েছিলাম। সে বাক্য গুলো আমার স্বভাবের মত অগোছালো হতেই পারে। তাই বলে শূন্য!!
ফার্স্ট বয় কে দেখলাম ও বললো ১০ টা বাক্য না লিখে শুধু জানিনা লিখে এলেও পারতিস!! একই নম্বর পেতিস।
এটার কোনো মানে হয়??
৭ না দিক ১ বা ০.৫ ও তো দেওয়া যায়। অতোটা নীল কালি আর সাদা পাতার মূল্য শূন্য??
এখনও সেই নিষ্ঠুর দিনের কথাটা ভাবলে, একবার হেসে উঠে বলে ফেলি উফ: সে যে কি দিন ছিল..."।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৪/২০২১নাইস পোস্ট।
-
ফয়জুল মহী ২৯/০৪/২০২১খুব ভালো লাগলো।