সেই বনলতা
আলো আঁধারি তোমার চোখে,
অন্তহীন সে চাওয়া...
একাকীত্বের ভাবুক মরশুম এ,
চুপ থাক না পাওয়া....
গোপনে আহত তোমার মন;
সেসব থাক,না বলা...
হোক না বর্ষা মন-প্রাণ ভরে;
কাঁদুক বেসুরে বেহালা...
সাদা কাপড়ে ঢাকা তুমি,
কেন দেখ আয়না ??
সাদা তো সে ও কাকাতুয়া,
সে কি গান গায় না ??
বৃষ্টিতে ভিজে বন্ধ চোখে,
গভীরে স্মৃতি ছোঁও ...
নির্বাক মনও করবে প্রশ্ন,
তুমি কি সেই বনলতা নও??
অন্তহীন সে চাওয়া...
একাকীত্বের ভাবুক মরশুম এ,
চুপ থাক না পাওয়া....
গোপনে আহত তোমার মন;
সেসব থাক,না বলা...
হোক না বর্ষা মন-প্রাণ ভরে;
কাঁদুক বেসুরে বেহালা...
সাদা কাপড়ে ঢাকা তুমি,
কেন দেখ আয়না ??
সাদা তো সে ও কাকাতুয়া,
সে কি গান গায় না ??
বৃষ্টিতে ভিজে বন্ধ চোখে,
গভীরে স্মৃতি ছোঁও ...
নির্বাক মনও করবে প্রশ্ন,
তুমি কি সেই বনলতা নও??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৪/২০২১গ্রেট...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৪/২০১৭খুব সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৪/২০১৭তবে কি বনলতার খোঁজে এ যুগের কবি!!!
-
সাঁঝের তারা ২১/০৪/২০১৭খুব ভাল লাগল! শুভেচ্ছা ...