কবি
সাদা পাতা,কালি মাখা
ভিন্ন দেখ, হাতের লেখা
ক্ষুদ্রতর ,বিলীন কণা
হাজার পাতায় ,নেই মানা
সুপ্ত বৃক্ষ ,ছোট্ট ভিড়ে
চাক্ষুস যে, দূর গভীরে
ছন্দ ঘটায় ,মেলবন্ধন
বাস্তবতা ,চিরন্তন
নির্বাক পাতা ,যে নিরস
বুকে জমে ,দুঃখ দিবস
চুপ !! কড়মড় , কড়মড়
দৌড়াচ্ছে দেখ, ইতর
শকুন বন্দী, কলকব্জায়
কালো রক্ত, রাস্তা ভেজায়
স্তব্ধ কানে,বোকা মানুষ
অন্ধ চোখে,ওরে ফানুস
নিশ্চুপ মিত্র,ঘটায় অমানুষ
নিম্ন চাপে,চিন্তা বেহুঁশ
জাগে নাম,মুখের বিশ্বাসে
মিথ্যা গর্ব,দীর্ঘশ্বাসে
অমরত্বের ছাপ,বেমানান
মিথ্যা কর্মে, অচ্ছুত সম্মান
ভিন্ন নই ,ভিন্ন নই
সমব্যথায়,দুঃখী হয়
আলোকে জড়, অন্ধে চলন
মুখ আছে, নেই বলন
এক জাগে,অনেক জাগায়
ভিন্ন পথ,সমরেখায়
কলম বোঝে,মনুষ্যত্ব
কলম রসে,বারুদ সত্য
দৃশ্যমান যে, হৃদ মহলে
এক যায়,অন্যে বদলে
কলম যদি,পাহাড় খোঁড়ে
পাতায় পাতায়,জগত নড়ে
তবেই আসে,বসন্তকাল
গুঁড়িয়ে দিয়ে,অতীত দেওয়াল
দিন রাত,ঘুমে বিভোর
উপড়ে ফেলো,রাতের শিকড়
নির্বাক দেখায়, সবাক চিত্র
বন্দী ঘরে,আঁকে ছিদ্র
স্থির কেন,বন্ধুবর?
ঊর্ধ্ব হতে মুচি-মেথর
মুখের ওভাবে,দাও দাগ
শূন্য করো,বনের বাঘ......
ভিন্ন দেখ, হাতের লেখা
ক্ষুদ্রতর ,বিলীন কণা
হাজার পাতায় ,নেই মানা
সুপ্ত বৃক্ষ ,ছোট্ট ভিড়ে
চাক্ষুস যে, দূর গভীরে
ছন্দ ঘটায় ,মেলবন্ধন
বাস্তবতা ,চিরন্তন
নির্বাক পাতা ,যে নিরস
বুকে জমে ,দুঃখ দিবস
চুপ !! কড়মড় , কড়মড়
দৌড়াচ্ছে দেখ, ইতর
শকুন বন্দী, কলকব্জায়
কালো রক্ত, রাস্তা ভেজায়
স্তব্ধ কানে,বোকা মানুষ
অন্ধ চোখে,ওরে ফানুস
নিশ্চুপ মিত্র,ঘটায় অমানুষ
নিম্ন চাপে,চিন্তা বেহুঁশ
জাগে নাম,মুখের বিশ্বাসে
মিথ্যা গর্ব,দীর্ঘশ্বাসে
অমরত্বের ছাপ,বেমানান
মিথ্যা কর্মে, অচ্ছুত সম্মান
ভিন্ন নই ,ভিন্ন নই
সমব্যথায়,দুঃখী হয়
আলোকে জড়, অন্ধে চলন
মুখ আছে, নেই বলন
এক জাগে,অনেক জাগায়
ভিন্ন পথ,সমরেখায়
কলম বোঝে,মনুষ্যত্ব
কলম রসে,বারুদ সত্য
দৃশ্যমান যে, হৃদ মহলে
এক যায়,অন্যে বদলে
কলম যদি,পাহাড় খোঁড়ে
পাতায় পাতায়,জগত নড়ে
তবেই আসে,বসন্তকাল
গুঁড়িয়ে দিয়ে,অতীত দেওয়াল
দিন রাত,ঘুমে বিভোর
উপড়ে ফেলো,রাতের শিকড়
নির্বাক দেখায়, সবাক চিত্র
বন্দী ঘরে,আঁকে ছিদ্র
স্থির কেন,বন্ধুবর?
ঊর্ধ্ব হতে মুচি-মেথর
মুখের ওভাবে,দাও দাগ
শূন্য করো,বনের বাঘ......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০৪/২০১৭
-
ফয়সাল রহমান ০৮/০২/২০১৭ভালো
-
প্রশান্ত কুমার ঘোষ ০৮/০২/২০১৭বাঃ .....
-
আলীমুশ্বান সাইমুন ০৮/০২/২০১৭very nice
-
পরশ ০৮/০২/২০১৭হম্ম.........
উপহার দিল পাঠককে।।
সেজন্য