মামা
সম্পর্কের হিসেব নিকেশ ,বুঝি না আমি
মন থকে দিলাম তোমায় ,স্নেহের প্রণামি
ঊর্ধে গগন নিম্নে ভূমি,মাঝখানেতে তুমি
প্রিয় তুমি অতীতের ,তুমিই স্বর্ণ আগামী
কাঁচা স্মৃতির আবছা আকাশে, তুমিই ধ্রুবতারা
তুমি হীন জীবনে আমার ,নয়ন মণি হারা
ব্ন্ধু না বড় আমার,বোঝার অতীত
তীব্র খড়া পোড়া গ্রীষ্মে,তুমিই যেন শীত
শিক্ষাগুরু বাস্তবতার ,সব শিক্ষার সেরা
বিপদ আপদ শূন্য করে, তোমার অদৃশ্য বেড়া
যুগ্ম "মা"র রূপে,এক অদ্বিতীয়
নগণ্য সব কিছুই ,যা বন্ধনের তৃতীয়
পাহাড়ের বুকে আমাদের সম্পর্ক,নেইকো জোড়া
আমরা যেন চিনা বাদাম, শুকনো কাগজে মোড়া
কষ্টের তীরে ক্ষত শত, ভিজেছে তোমার বুক
চোখে ভেজা বর্ষায় তবু, হাসছে তোমার মুখ
ক্ষীণ তোমার মহত্বে, তুচ্ছ পচাখড়
ক্ষুদ্র তোমার রূপে ,বৃহৎ সরোবর
ভাগ্যবান আমি ,সার্থক আমি, তোমাকে পেয়ে
ফিরব আমি নতুন হয়ে, বাঁকা পথটি বেয়ে
ক্ষুদ্র কথায় প্রশংসিত, তোমার পায়ের ধূলো
মনের সুরের উপহার ,কথার গান গুলো
মন থকে দিলাম তোমায় ,স্নেহের প্রণামি
ঊর্ধে গগন নিম্নে ভূমি,মাঝখানেতে তুমি
প্রিয় তুমি অতীতের ,তুমিই স্বর্ণ আগামী
কাঁচা স্মৃতির আবছা আকাশে, তুমিই ধ্রুবতারা
তুমি হীন জীবনে আমার ,নয়ন মণি হারা
ব্ন্ধু না বড় আমার,বোঝার অতীত
তীব্র খড়া পোড়া গ্রীষ্মে,তুমিই যেন শীত
শিক্ষাগুরু বাস্তবতার ,সব শিক্ষার সেরা
বিপদ আপদ শূন্য করে, তোমার অদৃশ্য বেড়া
যুগ্ম "মা"র রূপে,এক অদ্বিতীয়
নগণ্য সব কিছুই ,যা বন্ধনের তৃতীয়
পাহাড়ের বুকে আমাদের সম্পর্ক,নেইকো জোড়া
আমরা যেন চিনা বাদাম, শুকনো কাগজে মোড়া
কষ্টের তীরে ক্ষত শত, ভিজেছে তোমার বুক
চোখে ভেজা বর্ষায় তবু, হাসছে তোমার মুখ
ক্ষীণ তোমার মহত্বে, তুচ্ছ পচাখড়
ক্ষুদ্র তোমার রূপে ,বৃহৎ সরোবর
ভাগ্যবান আমি ,সার্থক আমি, তোমাকে পেয়ে
ফিরব আমি নতুন হয়ে, বাঁকা পথটি বেয়ে
ক্ষুদ্র কথায় প্রশংসিত, তোমার পায়ের ধূলো
মনের সুরের উপহার ,কথার গান গুলো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০২/০২/২০১৭
-
মোহাম্মদ সফিউল হক ২৮/০১/২০১৭বাহ্
-
প্রশান্ত কুমার ঘোষ ২৬/০১/২০১৭বেশ !
-
আব্দুল হক ২৬/০১/২০১৭সুন্দর পুষ্টিগুণ সম্পন্ন !
শুভেচ্ছা রইল প্রিয় কবি।