www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা কেউ ভালো নেই

আমার প্রেমিকা চলে গেছে অতীত প্রেমিকের কাছে,
দেশ ডুবে গেছে জঙ্গিবাদ আর সন্ত্রাস আবাদের জমিতে-
নারী হারিয়েছে সম্ভ্রম, পুরুষ হচ্ছে প্রতারিত,
রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে লাশ,
প্রেমিকের বুকে জমা হচ্ছে ঘৃণা,
রাষ্ট্র ধবংস করছে প্রকৃতি,
সুন্দরবন হচ্ছে উজাড়,
বাঘ পালিয়ে যাচ্ছে অরন্য থেকে
ভোগে যাচ্ছে দেশ।

প্রেমিকা এখনো বেঁচে আছে, শুধু মরে গেছে ভালোবাসা
দেশের পিঠে চড়েছে ধবংস,
মরা দেহ নিয়ে ছুটছে মানুষ
আঙ্গুলের ফাঁকে সিগারেট,
পুড়ে যাচ্ছে প্রেমিকের কলিজা,
উড়ে যাচ্ছে ধুয়া, ছেঁয়ে যাচ্ছে শহরতলী
ডুবে যাচ্ছে দেশ।

রক্তে মিশে যাচ্ছে কোলাহল ,যান্ত্রিক হয়ে যাচ্ছে শরীর
যানজট বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের-
নিঃশ্বাস দ্রুত হচ্ছে,
বিশ্বাস হারাচ্ছে প্রেমিক,
কাক গুলো শহর থেকে পালিয়ে যাচ্ছে দিগন্তের শেষ প্রান্তে,
স্বাধীনতা হারাচ্ছে মানুষ ,
আতংক ছড়িয়ে পড়েছে দেশের করিডোরে ,
ইঁদুর গুলো ছটফট করে করে মরে যাচ্ছে,
দেশ তাঁকিয়ে আছে উন্নতির বাহক হাতে নিয়ে।

প্রেমিকের বুকে রক্ত ক্ষরণে প্লাবিত হচ্ছে দেশ
শহরতলী আসক্ত হচ্ছে নেশা আর ধবংসে,
আমার প্রেমিকা বেঁচে নেই,
দেশ মরে যাচ্ছে বিশুদ্ধ অক্সিজেন লীনে।

দেশ ধবংস করছে সুন্দরবন
উজার হচ্ছে হৃদয়ের অরণ্য পাখিরা উড়ে যাচ্ছে বহুদূর,
প্রেমিকারা ফিরে আসেনা চলে যায় মৃত্যু থেকেও আরো দূর।

কৃষাণীর বুকে জমে আছে মেঘ
গোয়ালিনী চলে গেছে ডিভোর্সের পাতায় সীল মেরে ,
ধর্ষিত বোনটি আজও চেয়ে আছে বিচারের অপেক্ষায়,
ফেলানী ঝুলে আছে সীমান্তের কাঁটাতারে।

সবুজ পতাকার জমা হচ্ছে রক্ত
কোষাগারে জমা হচ্ছে বিবেকহীন প্রেমিকার নাম।

আমরা ভালো নেই
তনুরা ভালো নেই
সুন্দরবনের পোকামাকড়েরা ভালো নেই
আমরা কেউ ভালো নেই,
স্বদেশ ভালো নেই।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবাইকে ধৈর্যশীল হতে হবে।
  • পরশ ৩০/০৭/২০১৬
    অনেক সুন্দর
  • স্বপ্নময় স্বপন ৩০/০৭/২০১৬
    অনন্য কাব্যিক উপস্থাপন!
  • সজীব ৩০/০৭/২০১৬
    right
 
Quantcast