পতিতার চিঠি
"নির্ঝর অরণ্যে বেলাশেষে বড় একা লাগে জানো ?
ক্যাকটাসের কাঁটার মতো শরীরে ঘাঁ দিয়ে ওঠে,
সময়ের ব্যথা গুলো হৃদয় ক্ষয়ে ক্ষয়ে আর্তনাদ করে,
রাত যত গভীর হয় চিন্তাগুলো ততো প্রসারিত হয়,
শরীর অবশ হয়ে আসে ইয়াবার উম্মাদ নেশায়।
বিবর্ণ মানুষের হাতের ছোঁয়া
কড়া সেন্টের গন্ধে বিলাস বহুল জীবন যাপন
দামি রেস্টুরেন্ট, নাইটক্লাবে টাকার নেশায় দেহ বিলিয়ে দেই।
এখন আর কিছু মনে হয়না, দেহ আর টাকায় পাপী সম্রাজ্য গড়ে তুলি,
আর আর্তনাদ হয়না হৃদয়ে, চোখের জল শূন্যে হয়ে গেছে।
প্রতারণার স্বীকার এক অবলা নারীর নিশ্চুপ কান্না
কেউ শোনে নি ,সবাই একেরপর শুকুনের মতো কুড়ে কুড়ে খেয়েছে ,
ভিতরে জমে থাকা শুভ্র ভালোবাসা কেউ দেখেনি ,
চোখের পাশ দিয়ে বয়ে চলা অশ্রুকে সিগারেটের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছে গোপালের বিছানায়।
সেদিন কি অপরাধ ছিলো আমার নিষ্পাপ ভালোবাসায় ?
টাকার লোভে এভাবে আমার ভালোবাসাকে শকুনের হাতে বিলিয়ে দিলে?
থাক সেসব কথা।
তুমি ভালো থাকলেই পাহাড় পরিমাণ সুখ পাই,
সমুদ্র পরিমাণ ভুলে যাই।
ডুপলেক্স আভিজাত্যের মধ্যে শান্তি নেই জানো,
কেমন জানি মরুভূমির মতো ফাঁকা লাগে ,
শুটান হয়ে দেহ বিলিয়ে দেই বিছানায়,
চোখ দিয়ে গোপণ নদী বয়ে যায় ,একা একাই অট্টহাসিতে উড়িয়ে দেই হাতছানির গল্প।
আর ভাবি সব ছেলেরা বুঝি এমনি হয়,
দেহের টানে কাছে আসে, তৃষ্ণা মিটিয়ে চলে যায়,
এই দেহে কি এমন আছে , কি এতো লোভনীয় ,বহুবর্ণের নারীতে বুঝি বহু সুখ?
বহু আনন্দ চষে চষে বেড়ানোর?
দুইএক পয়সার জন্য? ?ছিঃ ছিঃ আমরা ভাবতেই ঘৃণ্য হয়।
তবুও আজও তোমাকেই ভালোবাসি, কেন জানি সমস্ত হৃদয়ের ভালোবাসা তোমার জন্যই তুলে রেখেছি সযত্নে।
তোমার দেওয়া সেই পায়েল ,
সেই চুড়ি, সেই ফিতা, সেই জামা
এখনো যত্ন করে হৃদয়ের সব চাওয়া পাওয়া দিয়ে সাজিয়ে রেখেছি দামি ওয়্যারডোপে
মাঝে মাঝে পড়ে গ্লামার নষ্ট হওয়া শরীরে ষোড়শী নারীর গন্ধ অনুভব করি, তোমার হাতের স্পর্শ খুজে পাই শুভ্র চোখের আঙিনায়।
তখন চোখ দিয়ে হঠাৎ অশ্রু রুধির ধারায় প্রবাহিত হয়
এই আমি কান্না করছি কেন?
চোখে দাগ পড়ে যাবে তো, দাগ পড়ে গেলে কে আসবে আমার কাছে?
ছেলেরা মেয়েদের ভালোবাসার দাম দিতে জানে না,
নরপশুর মতো শুধু দেহটাকেই দেখে,
ভোগের চোখেই হিংস্র হয়ে ওঠে
মানুষ হিসাবে দেখে না তাইনা? ??
আমি সারাজীবন তোমার গোলাম হয়ে থাকতাম যদি তুমি বলতে , জীবনের সব হিসাব মিটিয়ে তোমার জন্য অপেক্ষা করতাম।
শিরায় উপশিরায় এখন দুষিত গন্ধ,বহু পুরুষের,
হিংস্র পশুদের থাবায় থাবায় অবলা নারীগুলো এভাবেই নির্যাতন সহ্য করে, অবহেলায় দিন কাটায়,
তোমাদের চোখে মেয়েরা সত্যিই খুব অবলা তাইনা? ?
ভালো লাগলে ব্যবহার করলে, ভালো লাগলোলা ছুড়ে ফেললে?
এতো নির্মম পশু কেন তোমরা?
কিছুদিন আগে শুনলাম তুমি এখানে এসেছিলে
টুসটুসে নতুন বউকে ঘরে রেখে,
কতটুকু নির্লজ্জ বেহায়া আর খারাপ হলে মানুষ এতো খারাপ হয় বলতে পারো???
আমার জীবন নরকে ঠেলে দিয়ে
নতুন বিয়ে করে কি স্বাদে আবার বেশ্যালয়ে ??
আমি কোনদিন তোমায় চিঠি লিখতাম না, দেখা তো দুরের কথা,
কেন জানি খুব ইচ্ছে হলো তাই লিখলাম।
হাতছানির গল্প এখনো আমায় বিষণ্ণ করে তোলে , নতুন বউ সেজে সুন্দর একটা জীবন, একটা বাবুইসোনা টিয়া পাখি আমার কোলে তুলে যদি আজীবন কাঁটিয়ে দিতে পারতাম?
একটা দীর্ঘশ্বাস ফেলে যায় সময়,নতুন জীবন ভালোই কাটে,নতুন নতুন পুরুষ চেনা যায়, কত দামি পুরুষ কত নোংরা কাজ করে ঘরে সুন্দর সুন্দরী বউ রেখে।
নারী প্রতিদিন প্রতারিত হয় পুরুষের কাছে, তোমাদের মতো পুরুষ জাতির কাছে,
তাতেও তোমাদের কত সুনাম, কত বাহবা,
তবুও তোমাদের কিছুই হয়না, আর আমরা একটু খারাপ কাজ করলেই আমরা খারাপ, বেশ্যা, জঘন্য।
তোমাদের মতো পুরুষের হাত ধরেই তো আমাদের এইপথে আসা,
তা কোন সমাজ দেখেনা,অপরাধের বিচার করেনা
শুধু নারীরাই অবহেলিত নির্যাতিত, নারীরাই খারাপ।
যাক সেসব কথা।
আমার হৃদয়ের দামতো দিলেই না আরেকটা মেয়ের জীবন নষ্ট করো না।
তোমার জীবন সুখে থাক, ভালো থাকুক তোমার পৃথিবী, তোমার সংসার।
ইতি
নবনীতা
ক্যাকটাসের কাঁটার মতো শরীরে ঘাঁ দিয়ে ওঠে,
সময়ের ব্যথা গুলো হৃদয় ক্ষয়ে ক্ষয়ে আর্তনাদ করে,
রাত যত গভীর হয় চিন্তাগুলো ততো প্রসারিত হয়,
শরীর অবশ হয়ে আসে ইয়াবার উম্মাদ নেশায়।
বিবর্ণ মানুষের হাতের ছোঁয়া
কড়া সেন্টের গন্ধে বিলাস বহুল জীবন যাপন
দামি রেস্টুরেন্ট, নাইটক্লাবে টাকার নেশায় দেহ বিলিয়ে দেই।
এখন আর কিছু মনে হয়না, দেহ আর টাকায় পাপী সম্রাজ্য গড়ে তুলি,
আর আর্তনাদ হয়না হৃদয়ে, চোখের জল শূন্যে হয়ে গেছে।
প্রতারণার স্বীকার এক অবলা নারীর নিশ্চুপ কান্না
কেউ শোনে নি ,সবাই একেরপর শুকুনের মতো কুড়ে কুড়ে খেয়েছে ,
ভিতরে জমে থাকা শুভ্র ভালোবাসা কেউ দেখেনি ,
চোখের পাশ দিয়ে বয়ে চলা অশ্রুকে সিগারেটের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছে গোপালের বিছানায়।
সেদিন কি অপরাধ ছিলো আমার নিষ্পাপ ভালোবাসায় ?
টাকার লোভে এভাবে আমার ভালোবাসাকে শকুনের হাতে বিলিয়ে দিলে?
থাক সেসব কথা।
তুমি ভালো থাকলেই পাহাড় পরিমাণ সুখ পাই,
সমুদ্র পরিমাণ ভুলে যাই।
ডুপলেক্স আভিজাত্যের মধ্যে শান্তি নেই জানো,
কেমন জানি মরুভূমির মতো ফাঁকা লাগে ,
শুটান হয়ে দেহ বিলিয়ে দেই বিছানায়,
চোখ দিয়ে গোপণ নদী বয়ে যায় ,একা একাই অট্টহাসিতে উড়িয়ে দেই হাতছানির গল্প।
আর ভাবি সব ছেলেরা বুঝি এমনি হয়,
দেহের টানে কাছে আসে, তৃষ্ণা মিটিয়ে চলে যায়,
এই দেহে কি এমন আছে , কি এতো লোভনীয় ,বহুবর্ণের নারীতে বুঝি বহু সুখ?
বহু আনন্দ চষে চষে বেড়ানোর?
দুইএক পয়সার জন্য? ?ছিঃ ছিঃ আমরা ভাবতেই ঘৃণ্য হয়।
তবুও আজও তোমাকেই ভালোবাসি, কেন জানি সমস্ত হৃদয়ের ভালোবাসা তোমার জন্যই তুলে রেখেছি সযত্নে।
তোমার দেওয়া সেই পায়েল ,
সেই চুড়ি, সেই ফিতা, সেই জামা
এখনো যত্ন করে হৃদয়ের সব চাওয়া পাওয়া দিয়ে সাজিয়ে রেখেছি দামি ওয়্যারডোপে
মাঝে মাঝে পড়ে গ্লামার নষ্ট হওয়া শরীরে ষোড়শী নারীর গন্ধ অনুভব করি, তোমার হাতের স্পর্শ খুজে পাই শুভ্র চোখের আঙিনায়।
তখন চোখ দিয়ে হঠাৎ অশ্রু রুধির ধারায় প্রবাহিত হয়
এই আমি কান্না করছি কেন?
চোখে দাগ পড়ে যাবে তো, দাগ পড়ে গেলে কে আসবে আমার কাছে?
ছেলেরা মেয়েদের ভালোবাসার দাম দিতে জানে না,
নরপশুর মতো শুধু দেহটাকেই দেখে,
ভোগের চোখেই হিংস্র হয়ে ওঠে
মানুষ হিসাবে দেখে না তাইনা? ??
আমি সারাজীবন তোমার গোলাম হয়ে থাকতাম যদি তুমি বলতে , জীবনের সব হিসাব মিটিয়ে তোমার জন্য অপেক্ষা করতাম।
শিরায় উপশিরায় এখন দুষিত গন্ধ,বহু পুরুষের,
হিংস্র পশুদের থাবায় থাবায় অবলা নারীগুলো এভাবেই নির্যাতন সহ্য করে, অবহেলায় দিন কাটায়,
তোমাদের চোখে মেয়েরা সত্যিই খুব অবলা তাইনা? ?
ভালো লাগলে ব্যবহার করলে, ভালো লাগলোলা ছুড়ে ফেললে?
এতো নির্মম পশু কেন তোমরা?
কিছুদিন আগে শুনলাম তুমি এখানে এসেছিলে
টুসটুসে নতুন বউকে ঘরে রেখে,
কতটুকু নির্লজ্জ বেহায়া আর খারাপ হলে মানুষ এতো খারাপ হয় বলতে পারো???
আমার জীবন নরকে ঠেলে দিয়ে
নতুন বিয়ে করে কি স্বাদে আবার বেশ্যালয়ে ??
আমি কোনদিন তোমায় চিঠি লিখতাম না, দেখা তো দুরের কথা,
কেন জানি খুব ইচ্ছে হলো তাই লিখলাম।
হাতছানির গল্প এখনো আমায় বিষণ্ণ করে তোলে , নতুন বউ সেজে সুন্দর একটা জীবন, একটা বাবুইসোনা টিয়া পাখি আমার কোলে তুলে যদি আজীবন কাঁটিয়ে দিতে পারতাম?
একটা দীর্ঘশ্বাস ফেলে যায় সময়,নতুন জীবন ভালোই কাটে,নতুন নতুন পুরুষ চেনা যায়, কত দামি পুরুষ কত নোংরা কাজ করে ঘরে সুন্দর সুন্দরী বউ রেখে।
নারী প্রতিদিন প্রতারিত হয় পুরুষের কাছে, তোমাদের মতো পুরুষ জাতির কাছে,
তাতেও তোমাদের কত সুনাম, কত বাহবা,
তবুও তোমাদের কিছুই হয়না, আর আমরা একটু খারাপ কাজ করলেই আমরা খারাপ, বেশ্যা, জঘন্য।
তোমাদের মতো পুরুষের হাত ধরেই তো আমাদের এইপথে আসা,
তা কোন সমাজ দেখেনা,অপরাধের বিচার করেনা
শুধু নারীরাই অবহেলিত নির্যাতিত, নারীরাই খারাপ।
যাক সেসব কথা।
আমার হৃদয়ের দামতো দিলেই না আরেকটা মেয়ের জীবন নষ্ট করো না।
তোমার জীবন সুখে থাক, ভালো থাকুক তোমার পৃথিবী, তোমার সংসার।
ইতি
নবনীতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব সিংহ ২৯/০৭/২০১৬ভালো লেগেছে
-
সজীব ২৯/০৭/২০১৬সুন্দর বানীবিন্যাস
-
সভ্যচাষী সপ্তম ২৯/০৭/২০১৬সুন্দরের শুভেচ্ছার্ঘ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৭/২০১৬পড়লাম। কিন্তু এটি গল্প না কবিতা?
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/০৭/২০১৬অসাধারণ আপনার লিখন
-
অমলেন্দু বিশ্বাস ২৯/০৭/২০১৬অপূর্ব
-
স্বপ্নময় স্বপন ২৮/০৭/২০১৬good one!