বিচ্ছেদ
"লং সাউন্ডিং এর ক্যান্ডেল পাওয়ারের হাত ধরে
উদ্বায়ী বিকেল গুলো নেমে আসে অাঁধারের বুকে,
নিমগ্নচিত্তে দেবদারু গাছের ফাঁকে দেবকণ্ঠ ঝুলে থাকে,
ধুলিশয্যা ধৃতাত্মা শুলো প্যারাডাইস পার করে ধুমাচ্ছন্ন গহ্বরে নেশাগ্রস্ত হয়ে পড়ে বিলুপ্ত শহরে।
পরিবর্তনপ্রয়াসী ফিলোসফিক সময়ের কালান্তরে
ক্রমশ ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে পরিত্যক্ত পান্ডুলিপি,
মিনিটের কাটা গুলো কৃষ্ণগহ্বর বদলে বদলে
সিংহল ঘন্টার পৃষ্ঠায় সহস্রাধিক কবিতা ল্যাখে শতাব্দীর বুক চিড়ে।
ফ্রোডিও উল্লাসের মৃত্যু কিনে নেয় নিস্তব্ধ আকাশ
কয়েকটা নক্ষত্রের শোক গাঁথে সন্নিরুদ্ধ রাতের বিদীর্ণ আঁধার ,
ধ্বংসাত্মক শহরের পিটে জমে ওঠে স্মৃতির কার্টোগ্রাফার,
ললাটলিখনের পদচিহ্ন এঁকে যায় কয়েকটা যুগের সংলাপ।
আমাদের বিচ্ছেদ মানেই শতাধিক ফরেনসিক রিপোর্ট
ভার্সিফাইডের কর্মশালা,
যার শেষ কিংবা শুরু ছিলোনা। "
উদ্বায়ী বিকেল গুলো নেমে আসে অাঁধারের বুকে,
নিমগ্নচিত্তে দেবদারু গাছের ফাঁকে দেবকণ্ঠ ঝুলে থাকে,
ধুলিশয্যা ধৃতাত্মা শুলো প্যারাডাইস পার করে ধুমাচ্ছন্ন গহ্বরে নেশাগ্রস্ত হয়ে পড়ে বিলুপ্ত শহরে।
পরিবর্তনপ্রয়াসী ফিলোসফিক সময়ের কালান্তরে
ক্রমশ ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে পরিত্যক্ত পান্ডুলিপি,
মিনিটের কাটা গুলো কৃষ্ণগহ্বর বদলে বদলে
সিংহল ঘন্টার পৃষ্ঠায় সহস্রাধিক কবিতা ল্যাখে শতাব্দীর বুক চিড়ে।
ফ্রোডিও উল্লাসের মৃত্যু কিনে নেয় নিস্তব্ধ আকাশ
কয়েকটা নক্ষত্রের শোক গাঁথে সন্নিরুদ্ধ রাতের বিদীর্ণ আঁধার ,
ধ্বংসাত্মক শহরের পিটে জমে ওঠে স্মৃতির কার্টোগ্রাফার,
ললাটলিখনের পদচিহ্ন এঁকে যায় কয়েকটা যুগের সংলাপ।
আমাদের বিচ্ছেদ মানেই শতাধিক ফরেনসিক রিপোর্ট
ভার্সিফাইডের কর্মশালা,
যার শেষ কিংবা শুরু ছিলোনা। "
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশরাফুল ইসলাম শিমুল ২৯/০৭/২০১৬সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা।
-
স্বপ্নময় স্বপন ১৭/০৭/২০১৬লেখাটি ভারী সুন্দর!
-
বিশ্বামিত্র ১১/০৭/২০১৬বেশ অনেকগুলো বাস্তবমুখী কঠিন শব্দের ব্যবহার কবিতাটাকে কঠিন জায়গায় এনেছে,ভালো লেগেছে।তবে বুঝতে একটু সময় লাগবে।কবিতা কিন্তু চরিত্র হারায়নি।শুভেচ্ছা রইল।
-
মনীষ তালধী ০৫/০৭/২০১৬গভীরতা আছে বইকি
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০১৬পড়লাম।
-
আকাশ চট্টোপাধ্যায় ২০/০৬/২০১৬আরেকজনের নাম বলতে ভুলে গেছি যিনি এই ধরণের কবিতা লেখেন। অলোকরঞ্জন দাশগুপ্ত। সম্ভবত জার্মানি প্রবাসী।
-
আকাশ চট্টোপাধ্যায় ১৯/০৬/২০১৬অনেকটা অমিয় চক্রবর্তীর ছায়া। আমার প্রিয় কবি। পড়েছেন? হারানো অর্কিড -এর সেই অসামান্য লাইন - 'অলিভ বন্দিত তট স্বর্ণছাত গলিতে তোমার ...'
কিন্তু শব্দচয়নে একটু সাবধানী হতে হবে যে! যেমন, 'উদ্বায়ী' কোনও কিছু মানে ভোলাটাইল, উপরের দিকে যায়। তাই উদ্বায়ী বিকেলগুলো উপরে উঠে আঁধারের বুকে মিশে যাওয়াটাই স্বাভাবিক দৃশ্য কল্প। অনেক শুভকামনা রইল। আকাশ -
গোপেশ দে ০১/০৬/২০১৬ভাল লাগল
-
অঙ্কুর মজুমদার ২৩/০৫/২০১৬চমৎকার
-
সৌম্যকান্তি চক্রবর্তী ২১/০৫/২০১৬খুব ভালো লাগল
-
শাহারিয়ার ইমন ২০/০৫/২০১৬অসাধারন
-
আজকের চাকরির বাজার বিডি.কম ২০/০৫/২০১৬চমৎকার!! চমৎকার !!
-
আব্দুল মান্নান মল্লিক ২০/০৫/২০১৬বেশ ভালো লাগলো। ধন্যবাদ।