লক্ষ্য
"স্বপ্নগুলো ধুসর হয়ে পড়ে আছে
জরাজীর্ণ পরিত্যক্ত একটা কুঠিরে,
একটা আর্তনাতের বিলাপগাথা দুঃখের নৌকা
বয়ে বয়ে চলেছে কতবছর ধরে,
তবুও সমুদ্রের কুল ধরতে পারিনি ,
এখনো সমুদ্রের মাঝপথে অজস্র কুয়াশায় ভীড়ে
গন্তব্য হারিয়ে হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি।
আনকোরায় পড়ে থেকে কাতরাচ্ছি যাতনাময় বিষাক্ত ছোবলের দংশনে,
কখন আসবে একটু আলো এই বিভীষিকাময় অন্ধকারে,
আবার নৌকার পাল তুলে কুলের দিকে রওনা দিবো
স্বপ্নের খোঁজে।
সেই সমুদ্রের ওপারেই তো সেই পরিত্যক্ত কুঠির
যেখানে হাজার হাজার স্বপ্ন গাঁথা,
যেখানে জীবনের সবটুকু ভালবাসা মিশ্রিত অপেক্ষা,
যার জন্য ছুটে চলা বছরের পর বছর,
যার জন্য আমি দিকভ্রান্ত,
যার জন্য আমি আত্মভোলা,
যার জন্য আমি উম্মাত পাগল
সেই কুঠির আমার একমাত্র উদেশ্য।
আর কতদূর সেই কুঠির,
রক্তের বুদবুদ আজ স্থবির
হৃদপিণ্ডের সকল স্লোগান আজ স্তব্ধ,
জীবন আজ
বড় অসহায়, বড় নিঃসঙ্গ, বড় নিরুপায়।
বিবর্তনবাদ আমায় ধবংস করে দিচ্ছে
তবুও আমি এই পথে হেঁটে চলেছি
কত ত্যাগ ,কত তিতিক্ষা, কত যাতনা,
কত সুখ দুঃখ পারি দিয়ে আজ আমি এই সমুদ্রের মাঝ পথে,
আরো এতোটা পথ যেতে হবে,
কতটা পথ জানিনা?
সেই পরিত্যক্ত কুঠির
সেই আকাশ ভরা স্বপ্ন দেখে দেখে
বাইশটা চৌরঙ্গী পারি দিয়ে জীবনের দশা বিন্যাসে
বিভক্ত হয়ে গেছি।
তবুও সেই কুঠির একমাত্র আমার গন্তব্য
পাবো না জানি,
তবুও ছুটতে হবে প্রাণপনে যুদ্ধ করে করে,
সঁপে দিতে হবে জীবন,
তাহলেই কিছু না কিছু পাবোই,
তা থেকেই নতুন পথ খুজে পাবো। "
জরাজীর্ণ পরিত্যক্ত একটা কুঠিরে,
একটা আর্তনাতের বিলাপগাথা দুঃখের নৌকা
বয়ে বয়ে চলেছে কতবছর ধরে,
তবুও সমুদ্রের কুল ধরতে পারিনি ,
এখনো সমুদ্রের মাঝপথে অজস্র কুয়াশায় ভীড়ে
গন্তব্য হারিয়ে হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি।
আনকোরায় পড়ে থেকে কাতরাচ্ছি যাতনাময় বিষাক্ত ছোবলের দংশনে,
কখন আসবে একটু আলো এই বিভীষিকাময় অন্ধকারে,
আবার নৌকার পাল তুলে কুলের দিকে রওনা দিবো
স্বপ্নের খোঁজে।
সেই সমুদ্রের ওপারেই তো সেই পরিত্যক্ত কুঠির
যেখানে হাজার হাজার স্বপ্ন গাঁথা,
যেখানে জীবনের সবটুকু ভালবাসা মিশ্রিত অপেক্ষা,
যার জন্য ছুটে চলা বছরের পর বছর,
যার জন্য আমি দিকভ্রান্ত,
যার জন্য আমি আত্মভোলা,
যার জন্য আমি উম্মাত পাগল
সেই কুঠির আমার একমাত্র উদেশ্য।
আর কতদূর সেই কুঠির,
রক্তের বুদবুদ আজ স্থবির
হৃদপিণ্ডের সকল স্লোগান আজ স্তব্ধ,
জীবন আজ
বড় অসহায়, বড় নিঃসঙ্গ, বড় নিরুপায়।
বিবর্তনবাদ আমায় ধবংস করে দিচ্ছে
তবুও আমি এই পথে হেঁটে চলেছি
কত ত্যাগ ,কত তিতিক্ষা, কত যাতনা,
কত সুখ দুঃখ পারি দিয়ে আজ আমি এই সমুদ্রের মাঝ পথে,
আরো এতোটা পথ যেতে হবে,
কতটা পথ জানিনা?
সেই পরিত্যক্ত কুঠির
সেই আকাশ ভরা স্বপ্ন দেখে দেখে
বাইশটা চৌরঙ্গী পারি দিয়ে জীবনের দশা বিন্যাসে
বিভক্ত হয়ে গেছি।
তবুও সেই কুঠির একমাত্র আমার গন্তব্য
পাবো না জানি,
তবুও ছুটতে হবে প্রাণপনে যুদ্ধ করে করে,
সঁপে দিতে হবে জীবন,
তাহলেই কিছু না কিছু পাবোই,
তা থেকেই নতুন পথ খুজে পাবো। "
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।