নভোনীল কুশেশ
"ক্যালেন্ডারের তারিখটা ঠিক মনে নেই
কিন্তুু সময়টা বেশ মনে আছে,
সেদিন বিকেলে পাতা ঝড়া কোন সময় হয়তো হবে
পাখিদের বেশ কলরব উঁচু উঁচু গাছের মগডালে
অপেক্ষার আঁস্তাকুড়ে বৈরি বাতাসে দোল খাচ্ছে
বহুবর্ণে রঞ্জিত হৃদয়।
প্রতিটা সেকেন্ড যেন ছোট ছোট দ্বীপ পাড়ি দেবার মতো,
একেকটা মিনিট যেন উপত্যকার বুকে পতাকা পোঁতা ,
আর একটা ঘন্টা যেন একবার পৃথিবীকে প্রদক্ষিণ করা।
সময়টা যেন কোথায় থেমে আছে স্থিতি জড়তার মতো
কখন যে গতিশীল হবে কোন বাহ্যিক বল প্রয়োগে
তা অনায়াসে রেখা কেটে যাচ্ছে স্পন্দন কোটরে।
গোধূলির বুক দিয়ে হেঁটে যাচ্ছে ফেয়ারি পাখি গুলো
ধুয়াময়ী প্রহরের আত্মপ্রতিফলনের ক্লেশ
সন্ধ্যার বুকে ভাঙা নদী।
হঠাৎ একটা মৃত সংবাদ "দুঃখিত আমি আসতে পারিনি"
বেঞ্চের বুকে পড়ে আছে কয়েকটা নীল পদ্ম
তার পাশেই নীল খামে পোঁতা একটা চিরকুট,
একটা গোলাপের কলি।
সোডিয়াম আলোর সাথে হলুদ পাঞ্জাবি পড়ে
পথ হাঁটতে হাঁটতে কখন জানি পাঁচ কি.মি পথ অতিক্রম করে বাসার কলিং বেল চাপতেই,
ব্যালকনির ডোর বেল গুলি হুঁ হুঁ করে মেতে উঠলো।"
কিন্তুু সময়টা বেশ মনে আছে,
সেদিন বিকেলে পাতা ঝড়া কোন সময় হয়তো হবে
পাখিদের বেশ কলরব উঁচু উঁচু গাছের মগডালে
অপেক্ষার আঁস্তাকুড়ে বৈরি বাতাসে দোল খাচ্ছে
বহুবর্ণে রঞ্জিত হৃদয়।
প্রতিটা সেকেন্ড যেন ছোট ছোট দ্বীপ পাড়ি দেবার মতো,
একেকটা মিনিট যেন উপত্যকার বুকে পতাকা পোঁতা ,
আর একটা ঘন্টা যেন একবার পৃথিবীকে প্রদক্ষিণ করা।
সময়টা যেন কোথায় থেমে আছে স্থিতি জড়তার মতো
কখন যে গতিশীল হবে কোন বাহ্যিক বল প্রয়োগে
তা অনায়াসে রেখা কেটে যাচ্ছে স্পন্দন কোটরে।
গোধূলির বুক দিয়ে হেঁটে যাচ্ছে ফেয়ারি পাখি গুলো
ধুয়াময়ী প্রহরের আত্মপ্রতিফলনের ক্লেশ
সন্ধ্যার বুকে ভাঙা নদী।
হঠাৎ একটা মৃত সংবাদ "দুঃখিত আমি আসতে পারিনি"
বেঞ্চের বুকে পড়ে আছে কয়েকটা নীল পদ্ম
তার পাশেই নীল খামে পোঁতা একটা চিরকুট,
একটা গোলাপের কলি।
সোডিয়াম আলোর সাথে হলুদ পাঞ্জাবি পড়ে
পথ হাঁটতে হাঁটতে কখন জানি পাঁচ কি.মি পথ অতিক্রম করে বাসার কলিং বেল চাপতেই,
ব্যালকনির ডোর বেল গুলি হুঁ হুঁ করে মেতে উঠলো।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬ঝরা, আস্তাকুঁড়ে,স্মৃতি, কবিতা বেশ ভাল লাগ্ল!ভুল গুলো সম্পাদনা করুন।
-
মাহাবুব ১৯/০২/২০১৬সুন্দর, শুভেচ্ছা কবি।
-
প্রদীপ চৌধুরী. ১৮/০২/২০১৬অসাধারণ লেখা
-
গাজী তৌহিদ ১৮/০২/২০১৬"সোডিয়াম আলোর সাথে হলুদ পাঞ্জাবি পড়ে
পথ হাঁটতে হাঁটতে কখন জানি পাঁচ কি.মি পথ অতিক্রম করে বাসার কলিং বেল চাপতেই,
ব্যালকনির ডোর বেল গুলি হুঁ হুঁ করে মেতে উঠলো।"
___অসাধারণ!
ভালো থাকবেন ভাই -
ধ্রুব রাসেল ১৮/০২/২০১৬ভাল