www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিগনেচার

"আমাদের প্রথম দেখা
অনুপম হাতের শিখরে বুনন চিঠিতে
ভাঁজে ভাঁজ পড়া ফসফরাসের শব্দের সিঁথিতে,
বসন্তের এলোকেশে অদম্য বেঁড়ে ওঠা কৃষ্ণচুড়ার অঙ্গে রঙ্গন বেনীতে।

সেদিনই তো আমাদের দেখা
হাতে কিচিরমিচির চুড়ি
পায়ে আলপনার শিল্পতুলির ছাপ
বসন্ত বাড়ন্তী লাল টিপ
পড়নে মৌন স্নিগ্ধ শাড়ি ।

আহা!
কি সুন্দর তোমার মনোসারণী তিলোত্তমা তিল,
কাঁটগোপালী ফুলের বেনী
টানা টানা ভ্রু 'তে কাজল কায়া আঁখি ,
যুবতী নদীর বুকে উল্লাস মাখা হাসি।

-আচ্ছা আমি কি আগে কখনো কোন নারী প্রেমে পড়েছিলাম ?
-আমি কি করে বলবো?
-আমি ভুলে গেছি।

আমার ঠোঁট থেকে ছিঁটকে পড়া প্রথম সংলাপ
জীবনানন্দদাশের কবিতার মতো।

ঘাসফড়িঙের সাথে ঘাসফুলে তোমায় প্রথম নিবেদন
-ভালোবাসি
মুচকি হেসে তুমিও বলেছিলে
-ঘাসফুল ভালোবাসি।

সেই থেকেই তো গাংচিলের উৎসব হতো আমাদের নদীতে, খেয়ালী তরীতে।"
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হরেকৃষ্ণ দে ১৬/০২/২০১৬
    ভালোবাসার সিগনেচার অমর হোক।চিরন্তন হোক ।ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
  • নির্ঝর ১৫/০২/২০১৬
    বেশ ভাল
  • রাশেদ খাঁন ১৫/০২/২০১৬
    khub valo laglo
  • গাজী তৌহিদ ১৫/০২/২০১৬
    যত পড়ি তত মুগ্ধ হই!
  • বিধান সময়ের অতি উৎকৃষ্ট লেখা।
  • দুর্দান্ত ভাব
  • ধ্রুব রাসেল ১৪/০২/২০১৬
    অসাধারণ লাগলো।
 
Quantcast