দীর্ঘশ্বাসে নীল শূন্য কাব্য
"প্রণয়ের শেষ সংলাপে প্রাণপলাশ, রক্তকবরী
মৃত্তিকা প্রেমের আজন্ম প্রতিশোধ।
নোংরা জুতোর ফিতায় এতোটা চলা পথ
বিছিন্ন ধোঁয়াটে প্রান্তরে মেখে যাওয়া রোদে
রক্ত ট্রামবাসের বেতাল স্পন্দন।
পিঙ্গল বালুচরে সর্বভুক আকাশ
নাভিচ্যুত শূন্য বৃত্তের পৃথিবীতে
স্পর্শ করে রক্তবর্ণ ফুল,
সম্ভবত কৃষ্ণচুড়া ।
শতছিদ্র ফুসফুসে কয়েকটা ক্ষীণজীবি পাখি
রাতে অদম্য বিলাসে বড় হয়
হৃদপিন্ডের বাড়িতে,
কয়েকটা প্রহরের নিশাচর বেকার কুকুরের মতো,
রাত্রের দূষিত রক্তে বিকলাঙ্গ দিনের প্রসবে
প্রেমের তন্দ্রা শোষিত হয় কর্কশ হলুদ খামে ।"
মৃত্তিকা প্রেমের আজন্ম প্রতিশোধ।
নোংরা জুতোর ফিতায় এতোটা চলা পথ
বিছিন্ন ধোঁয়াটে প্রান্তরে মেখে যাওয়া রোদে
রক্ত ট্রামবাসের বেতাল স্পন্দন।
পিঙ্গল বালুচরে সর্বভুক আকাশ
নাভিচ্যুত শূন্য বৃত্তের পৃথিবীতে
স্পর্শ করে রক্তবর্ণ ফুল,
সম্ভবত কৃষ্ণচুড়া ।
শতছিদ্র ফুসফুসে কয়েকটা ক্ষীণজীবি পাখি
রাতে অদম্য বিলাসে বড় হয়
হৃদপিন্ডের বাড়িতে,
কয়েকটা প্রহরের নিশাচর বেকার কুকুরের মতো,
রাত্রের দূষিত রক্তে বিকলাঙ্গ দিনের প্রসবে
প্রেমের তন্দ্রা শোষিত হয় কর্কশ হলুদ খামে ।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : মাহফুজুর রহমান পুষ্প ১৫/০২/২০১৬অসাধারন
-
হাসান কাবীর ১৪/০২/২০১৬চমৎকার লিখেছেন কবি।
-
সাইদুর রহমান ০২/০২/২০১৬সুুন্দর উপস্থাপনা।।
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬অসাধারণ শূন্যকাব্য।।
-
ধ্রুব রাসেল ৩১/০১/২০১৬অসাধারণ কবিতা
-
হরেকৃষ্ণ দে ৩১/০১/২০১৬কবিতা পাঠে মোহিত হলাম।হলাম শব্দ মাধুর্যের নিরেট বুননে।
ফিরে পাবো ভবিষ্যতের লেখা কবিতাতে এই কামনা রাখি।নিরন্তর ভালোলাগা গুলো দিলাম শুভেচ্ছার ডালি ভরে।ভালো থাকবেন। -
নির্ঝর ৩০/০১/২০১৬দারুণ তো...............
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০১/২০১৬ভালো লাগলো
-
বিদ্রোহী ফাহিম খান ৩০/০১/২০১৬ভালো লিখেছেন
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০১/২০১৬খুব ভাল লাগলো। বেশ লিখেছেন।
-
মনিরুজ্জামান জীবন ২৯/০১/২০১৬বাহ! খুব সুন্দর প্রকাশ।