www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যু

"হাড়ের ফসফরাসে
চাপাপড়া গোধূলির ঘ্রাণ,
উষ্ণ বাতাসে
স্নায়ুতন্ত্রে উবে গ্যাছে সবটুকু আলো।

মৃত নদীর কলতানে
বসুন্ধরা আজ মরুক্ষয়ী,
সেখানে অস্পষ্ট গোধূলিতে
রক্তের বিভীষিকা
রুদ্ধশ্বাসে ডেকে যায় অন্তর্লীন টানে।

আজ দিনটির কোন অপরাধ ছিলোনা,
তবুও শিরা উপশিরায়
পাথরের ক্রন্দনে
মিশে গ্যাছে বালুকার অস্থিমজ্জা।

পদচিহ্নের ছাপ নিয়ে
শেষ বেলাভূমে,
সূর্যের মৃত দেহ নিয়ে
ছুটে চলে কালরক্ষী রাত।

পাহাড়ের ওপারে দাড়িয়ে আছে আকাশ,
তার পাশ ঘেষে ছেয়ে আছে বৃক্ষ তরুলতা,
সেখানে কবির মৃত দেহ সুইয়ে দিয়েছে মেষপালক ,
মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেছে ধূসর শঙ্খচিল।

রুক্ষ মরুমাঠে ,নিষ্পাপ প্রাণে
কয়েকটা নীল প্রজাপতি
এক ঝাঁক পাখির সাথে উবে গ্যাছে
জোঁনাক পোকার দেশে। "
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিরহ. কাতর! সুন্দর :::
  • ভালো লাগলো
  • হাসান কাবীর ২৭/০১/২০১৬
    চমৎকার। শুভেচ্ছা।
  • সাইদুর রহমান ২৬/০১/২০১৬
    অসাধাররণ।
  • নুফরাত জেরীন ২৬/০১/২০১৬
    osadharon
  • প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬
    ভালো লাগা রইলো
  • হরেকৃষ্ণ দে ২৬/০১/২০১৬
    অসানারন এক কথাতে ফ্যন্টাস্টিক।ভাবার্থ উপমা সর্বাঙ্গিন দারুন লেগেছে।শুভেচ্ছা নিবেন।
  • ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬
    অসাধারণ একটি কবিতা। বেশ ভাল লাগলো।
  • অসাধারণ।
  • নির্ঝর ২৫/০১/২০১৬
    সুন্দর লেখা। আরও দেখতে চাই ভবিস্যতে।
  • সুন্দর কবিতা। তারুণ্যে স্বাগত।
 
Quantcast