www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ হারা পথিক

পথ হারা পথিক আমি
ভ্রান্ত পথের নাবিক
জীবন তরী আজ হারিয়েছে দিক।
এদিকে খুজি- ওদিকে খুজি
নাহি পাই কুল -আমি কি, করিছি দিক ভুল?
নাহি কেহ ধরিবে হাত- দেখাবে পথ।
দিন যাবে, মাস হবে পার, গুনিতে হবে বছর
তবুও ভঙ্গিবে না তোমার আমার শত ভ্রান্ত মতামত।
জাতির হাল ধরিবে না কেহ বা যেইবা ধরিবে
দেখাবো তারে করিবো ভ্রান্ত, এই যেন মোদের পণ -!
তাইতো ভালে আমাদের অভিশপ্তের মরণ।
এক হলে ধরো হাল- না হলে ছাড়ো পাল
দাও আগাতে মোরে হোক সে ভ্রান্ত পথে নাবিক
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৫

মন্তব্যসমূহ

  • উত্তর স্পষ্ট নয়। তারুণ্যে কিছুদিন লেখার মানের ওপর নজর রাখা হয়। মন্তব্যটি সদর্থক ভাবে নিয়ে কাজ করুন। শুভেচ্ছা রইলো।
  • রাশেদ খাঁন ২৭/১০/২০১৫
    সুন্দর, ভালো লাগলো
  • শমসের শেখ ২৬/১০/২০১৫
    আরো ভেবে লিখতে হবে
  • গুরুচন্ডালী দোষ আছে। কবিতার ভাব ভাষা স্পষ্ট নয়। ঠিক ঠাক দাঁড়ায় নি
    • আশরাফ আলী সোহান ২৬/১০/২০১৫
      হুম! মন্তব্য করার জন্য ধন্যবাদ, তবে কবিতা ঠিক ঠাক দাড়ানোর ব্যপারটা মনে হয় নিজের উপর
 
Quantcast