আমার অংক
এতো বুঝায় তবুও বুঝিনা গনিত
ভালো ছিল আগের অতীত ৷
ছিল না কোন বীজ গনিত
ছিলনা কোন জ্যামিতি
যোগ বিয়োগ, পূরন ভাগ
এগুলোই ছোটদের অংকের নীতি ৷
বীজ গনিত করতে হলে
সূত্র শিখো শত শত
জ্যামিতি করতে চাইলে
আকাআকি আরো কত ৷ ত্রিকোনেমিতি, পরিমিতি আরো কত কত বুলি,
মনে হয় ছুটে আসা ঝাকে ঝাকে গুলি ৷
মেধার লড়ায়ের ময়দানে মন ভাংগা এক সৈনিক
খুজে পাইনা আমি কোনো দিক বিদীক
হে মহান প্রভু দাও মোরে মেধা, দাও হিম্মত
দাও খুলে দাও অনন্ত জ্ঞানের অসীম পথ
ভালো ছিল আগের অতীত ৷
ছিল না কোন বীজ গনিত
ছিলনা কোন জ্যামিতি
যোগ বিয়োগ, পূরন ভাগ
এগুলোই ছোটদের অংকের নীতি ৷
বীজ গনিত করতে হলে
সূত্র শিখো শত শত
জ্যামিতি করতে চাইলে
আকাআকি আরো কত ৷ ত্রিকোনেমিতি, পরিমিতি আরো কত কত বুলি,
মনে হয় ছুটে আসা ঝাকে ঝাকে গুলি ৷
মেধার লড়ায়ের ময়দানে মন ভাংগা এক সৈনিক
খুজে পাইনা আমি কোনো দিক বিদীক
হে মহান প্রভু দাও মোরে মেধা, দাও হিম্মত
দাও খুলে দাও অনন্ত জ্ঞানের অসীম পথ
মুগ্ধ হলাম কবিতায় ,।