www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার অংক

এতো বুঝায় তবুও বুঝিনা গনিত
ভালো ছিল আগের অতীত ৷

ছিল না কোন বীজ গনিত
ছিলনা কোন জ্যামিতি
যোগ বিয়োগ, পূরন ভাগ
এগুলোই ছোটদের অংকের নীতি ৷

বীজ গনিত করতে হলে
সূত্র শিখো শত শত
জ্যামিতি করতে চাইলে
আকাআকি আরো কত ৷ ত্রিকোনেমিতি, পরিমিতি আরো কত কত বুলি,
মনে হয় ছুটে আসা ঝাকে ঝাকে গুলি ৷
মেধার লড়ায়ের ময়দানে মন ভাংগা এক সৈনিক
খুজে পাইনা আমি কোনো দিক বিদীক
হে মহান প্রভু দাও মোরে মেধা, দাও হিম্মত
দাও খুলে দাও অনন্ত জ্ঞানের অসীম পথ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৪

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ১১/০৭/২০১৪
    কেন ভাই বীজ গণিত তো বেশ ভালো লাগে আমার ,
    মুগ্ধ হলাম কবিতায় ,।
    • ভ্রান্ত পথিক ১৪/০৭/২০১৪
      যে পারে না সে বুঝে কত টা মজা অংক করায়, বীজ গনিত করায়
  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    অসাধারন লাগলো কবি। অনন্য ভাবনার লিখনী। বেশ ভালো লাগলো।
    • ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪
      ধন্যবাদ ! কবি বন্ধু ! প্রথম কবিতায় প্রেরনায়
  • রামবল্লভ দাস ০৭/০৭/২০১৪
    ভালো লাগা জানালাম......
 
Quantcast