www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই শীতে

আমাদের এদিকে এতটাই ঠাণ্ডা পড়ে যে
কলমও লেপের ভেতর সেঁধিয়ে যায়
লেখা হয় না কিছুই
আমি এই ঠাণ্ডা হাত
কবিতার দিকে বাড়িয়ে দিতে পারি না
তাকে তো উষ্ণ অভিনন্দন জানিয়ে এসেছি চিরটাকাল
আর কলম বন্ধ বলে
আলপনাও আঁকতে পারছি না
শুধু লক্ষ্মী নয়,সরস্বতীকেও আলপনা দিয়ে
স্বাগত জানাতে হয়
এই ঠাণ্ডায় কলম হাত সবই জবুথবু
শীতকাল কবে ফুরোবে সরস্বতী?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার
  • অপেক্ষা
    তাওহীদুল ইসলাম তুহিন

    শরত, শুভ্র মেঘের আড়ালে নীল আকাশ
    নদীর পাড় ঘেষে শাদা কাশফুল।
    প্রান জুড়ানো হিমেল হাওয়ায় ভাসে মেঘের ভেলা।
    হাওয়ার তোড়ে মেঘেরা ভেসে যায়
    উত্তরের মেঘেরা কাহারো তরে দক্ষিনে পৌছুয়।


    কেবল তুমিই এলেনা,
    অপেক্ষার সময়গুলো আজ দীর্ঘ থেকে দীর্ঘতর-
    কাছের আকাশখানি কুয়াশার বলয়াচ্ছন্ন,
    চেনা অসুবিধাগুলো যখন তোমার অপেক্ষার কারন
    একমুঠো রোদ আজ কালবৈশাখীর সাতকাহন।


    সিগারেটের ধোয়ায় অপেক্ষা কাটে,
    আর নিকোটিনের বদলে তোমাকে পাওয়া।
    সময়ের জানালা আজ খোলা আছে
    তোমার আসার পথে দীর্ঘ পাহারা।


    আমি দাড়িয়ে থাকি,
    দাড়িয়ে থাকি জলের মতো।
    তোমাকে পাওয়ার অপেক্ষায়-
    আমার ভিতরে জন্মেছে একদল শৈবাল।
    আমি মিশে যেতে চাই, মিশবো কোথায়?
    তোমার তরে অপেক্ষার সময় আর কেটে না।
    শৈবালের ছোয়া এড়িয়ে তোমার আসা হবে না।


    হয়তো কুয়াশার বলয় কাটিয়ে তুমি আসবে
    শানিত মৃত্যুশব্দ আসার আগে আসবে
    হয়তো একগুচ্ছ রক্ত মাখা গোলাপ হাতে।
    আমি সে অপেক্ষায় কবিতা আওরাই
    জলচোখে তোমার ভুলে যাওয়া দেখি।
    সব দৌড় বাহন ছেড়ে, কাশফুলগুলো নৃত্য করে
    আর আমি অপেক্ষায়, তোমারই অপেক্ষায়।
  • বাঃ
 
Quantcast