এই অভিমান
কার কাছে রেখে যাবো এই অভিমান?
নদী তুমি কি শুনবে আমার সব কথা
বলো নদি,তুমি বলো
নদী শুধু কুলুকুলু শব্দে বয়ে যায়।
কার কাছে রেখে যাবো এই অভিমান?
পাখি,তোমার কাছে কি দিয়ে যাবো
আমার গোপন গানের পাণ্ডুলিপি
তুমি তাতে সুর দিয়ে গেয়ে যাবে গান
বলো পাখি তুমি বলো
পাখি উড়ে যায়।
কার কাছে রেখে যাবো এই অভিমান?
ভেবে ভেবে বৃক্ষের নিকটে যায়
তাকে কিছু বলতেও পারিনা
শুধু বৃক্ষের কোটরে রেখে আসি অভিমান ভরা খাতা।
নদী তুমি কি শুনবে আমার সব কথা
বলো নদি,তুমি বলো
নদী শুধু কুলুকুলু শব্দে বয়ে যায়।
কার কাছে রেখে যাবো এই অভিমান?
পাখি,তোমার কাছে কি দিয়ে যাবো
আমার গোপন গানের পাণ্ডুলিপি
তুমি তাতে সুর দিয়ে গেয়ে যাবে গান
বলো পাখি তুমি বলো
পাখি উড়ে যায়।
কার কাছে রেখে যাবো এই অভিমান?
ভেবে ভেবে বৃক্ষের নিকটে যায়
তাকে কিছু বলতেও পারিনা
শুধু বৃক্ষের কোটরে রেখে আসি অভিমান ভরা খাতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪আরও কিছুটা ভালো করা যেত...
-
শিমুদা ০২/০৯/২০১৪ভাবনাটা দারুন। ছন্দটা একটু কাটা কাটা
-
উদ্বাস্তু নিশাচর ০২/০৯/২০১৪হুম দারুন অভিমান
লিখা চালিয়ে যান