দুঃখ
আমার জন্যে বসে থাকেনা কেউ
বুকের মাঝে আর ওঠেনা ঢেউ
ডাকছে শুধু ফেউ
আমার জন্যে বসে থাকেনা কেউ
ঝলসে গেছে মুখ
পাইনি তাও সুখ
পরাণ ভরা দুখ
শুনতে কি উত্সুক?
বুকের মাঝে আর ওঠেনা ঢেউ
ডাকছে শুধু ফেউ
আমার জন্যে বসে থাকেনা কেউ
ঝলসে গেছে মুখ
পাইনি তাও সুখ
পরাণ ভরা দুখ
শুনতে কি উত্সুক?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০৩/০৯/২০১৪.ভয়ঙ্কর প্রেমের কবিতা। দারুন ভালো লাগলো.. আমার পাতায় আমন্ত্রণ..
-
শিমুদা ০২/০৯/২০১৪দুঃখ দুঃখ কথা। ভাল লাগল
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/০৯/২০১৪দারুন লাগল।