শ্বেত চামড়ার বন্ধুত্ব (প্রসংগ আদিবাসী-এক)
পাহাড়ী মেয়েটি ফর্সা ছিল,
শান্ত দুটি চোখ,
বড়ই মায়াবী।
ওর বাঙ্গালী বন্ধুরা ওকে বলতো-
পাহাড়ী ফুল!
পাহাড়ী সরল মেয়েটি ভুলে গেল-
সে জুম্মজাতি!
সাদা কাফন আর কবর তার জন্য নয়,
তার জন্য চিতার আগুন।
সরল বিশ্বাস তার মনে,
বন্ধুদের অগাধ ভালবাসতো।
জীবনের কোন সংকোচ রাখেনি,
কিন্তু ওর বাঙ্গালী বন্ধুরা-
সভ্যতার মুখোশের আড়ালে যারা-
অসভ্য, বর্বর,
গরল মিশ্রিত মন।
সুযোগে সরলতার সদ্ব্যব্যবহার স্বরুপ-
মেয়েটির সর্বনাশ করল,
ওর বাঙ্গালী বন্ধুরা।
লজ্জায়, ঘৃনায় মেয়েটি নিঃশেষ!
অকালে ঝড়ল-
আরেকটি পাহাড়ী ফুল!
তবে শোন -
এই পাহাড়ী মেয়ে,
আমাকে তোমার বন্ধু ভেবনা।
কেননা আমিও ওদের জাত ভাই,
আমরা ভালবাসি -
তোমার সাদা চামড়া আর যৌবনটাই!
বন্ধুত্ব না ছাই!
বিশ্বাস না হলে-
এগিয়ে দেখ,
তবে তোমার জন্য অপেক্ষায়,
ঐ সর্বনাশটাই!
শান্ত দুটি চোখ,
বড়ই মায়াবী।
ওর বাঙ্গালী বন্ধুরা ওকে বলতো-
পাহাড়ী ফুল!
পাহাড়ী সরল মেয়েটি ভুলে গেল-
সে জুম্মজাতি!
সাদা কাফন আর কবর তার জন্য নয়,
তার জন্য চিতার আগুন।
সরল বিশ্বাস তার মনে,
বন্ধুদের অগাধ ভালবাসতো।
জীবনের কোন সংকোচ রাখেনি,
কিন্তু ওর বাঙ্গালী বন্ধুরা-
সভ্যতার মুখোশের আড়ালে যারা-
অসভ্য, বর্বর,
গরল মিশ্রিত মন।
সুযোগে সরলতার সদ্ব্যব্যবহার স্বরুপ-
মেয়েটির সর্বনাশ করল,
ওর বাঙ্গালী বন্ধুরা।
লজ্জায়, ঘৃনায় মেয়েটি নিঃশেষ!
অকালে ঝড়ল-
আরেকটি পাহাড়ী ফুল!
তবে শোন -
এই পাহাড়ী মেয়ে,
আমাকে তোমার বন্ধু ভেবনা।
কেননা আমিও ওদের জাত ভাই,
আমরা ভালবাসি -
তোমার সাদা চামড়া আর যৌবনটাই!
বন্ধুত্ব না ছাই!
বিশ্বাস না হলে-
এগিয়ে দেখ,
তবে তোমার জন্য অপেক্ষায়,
ঐ সর্বনাশটাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মামুন হোসেন ০৭/০৪/২০১৪বেশ ভাল লাগল