অবাধ
ছেলেটি আর মেয়েটি এখন-
আর গাছতলায় বসেনা।
বসে একই ছাদের নিচে,
হাঁটে একই খাটের দু'পাশে।
কোন বাধার দেয়াল নেই,
অবাধে সুখের লেনদেন করে,
আর মধুর স্বপ্নবৃষ্টিতে ভিজে।
গভীর রাত পর্যন্ত।
তাদের সব রাতই এখন পূর্নিমার,
আর তাইতো তাদের-
ঘর জুড়ে ছুটে বেড়ায়-
এই ফুটফুটে বাচ্চাটি!
আর গাছতলায় বসেনা।
বসে একই ছাদের নিচে,
হাঁটে একই খাটের দু'পাশে।
কোন বাধার দেয়াল নেই,
অবাধে সুখের লেনদেন করে,
আর মধুর স্বপ্নবৃষ্টিতে ভিজে।
গভীর রাত পর্যন্ত।
তাদের সব রাতই এখন পূর্নিমার,
আর তাইতো তাদের-
ঘর জুড়ে ছুটে বেড়ায়-
এই ফুটফুটে বাচ্চাটি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।