www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাষ

বুকের জমিতে ভালবাসার-
চাষ করেছিলাম।
তাতে বীজ ছিল সুখ,
আর চারাগাছ ছিল স্বপ্ন।
যখন দেখলাম স্বপ্ন-
সুস্থ্য হয়ে বেড়ে উঠছে না,
তাতে প্রয়োজন সার।
দুঃখ আর কষ্ট মিশিয়ে-
ছিটিয়ে দিলাম।
অতঃপর চারাগাছে ধরল পোকা,
প্রয়োজন কীটনাশক।
এবার দিলাম-
অজস্র চোখের পানি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast