www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার চোখে আগুন জ্বলে

তোমার চোখে আগুন জ্বলে
***** প্রদীপ চৌধুরী ******
আমার ছোট্ট পৃথিবীর উপর আছে
একটি মস্ত বড়ো আকাশ,
আছে তোমার নিটল চাহনি, রিক্ত-ক্রুদ্ধ অভিমান |
আমারও আছে অনেক কিছু, থাক বলবো না আর |
একটি সুতোর মাঝে যখন আকটে যাবো দুজন
তখন বলবো শতাব্দীর শেষে লিখে আসা শীলালিপির কথা |
এখন তোমার চোখে আগুন জ্বলুক
আমার শীতল শরীর উষ্ণ হোক একটু |
একটি সুতোর মাঝে যখন আকটে যাবো দুজন
তখন বলবো শতাব্দীর শেষে লিখে আসা শীলালিপির কথা |
এখন তোমার চোখে আগুন জ্বলুক
আমার শীতল শরীর উষ্ণ হোক একটু |
তুমি দীর্ঘ প্রশ্নের একটি তালিকা তৈরি করে রেখো
আমি চোখের সামনে যেন দেখতে পায় অনেক জিজ্ঞাসা !
আমার অনুজ্জ্বল মুখে ক্লান্ত শায়িত উত্তর
পথ চেয়ে বসে আছে
তুমি বসে থেকো আগুন জ্বেলে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast