www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুমন্ত এক শব্দ

ঘুমন্ত এক শব্দ
****প্রদীপ চৌধুরী***

পৃথিবী নিঃস্তব্ধ, যানবাহনের শব্দ নেই কোথাও..
গভীর রাতে ঘুমিয়ে পড়েছে সবাই|
ঘুমের মাঝেই যেন ভেসে আসছে,
ঘুমন্ত এক শব্দ|
গাছের পাতা নড়ছে না, প্যাঁচার কান্না নেই রাতে...
সবই যেন ভেসে গেছে, অন্ধকারের স্রোতে|
কখন রাত্রি শেষে ভোর নামে বোঝা যায় না....
টহলদারেরা গান গায়না আর|
সকালে উঠে দেখি, গ্রামে মানুষ নেই,
অন্ধকারের স্রোতে তারাও ভেসে গেছে|
ঘুমন্ত শব্দটা তবে কি তাদেরই হা হা কার ছিল?
তবে আমি ভাসিনি কেন সেই স্রোতে?
তবে কি আমার কলমে, এদের কথা...
লিখবো বলে স্রোত কি আমায় স্পর্শ করেনি!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast