আমি আর কবিতা
আমি আর কবিতা
*****প্রদীপ চৌধুরী***
জানালা ধারে একা বসে থাকা
শুধু কবিতার খাতা হাতে ধরে,
ছন্দ যেন, বিদায় নিয়েছে মন থেকে
কলমের কালি পড়ছে শুধুই ঝরে|
জানালা দিয়ে বৃষ্টি আসা দেখি
কালো মেঘের আকাশ থেকে নামা,
গাছের পাতা ভিজছে তারই সাথে
হচ্ছে তাদের একটু চলা-থামা|
হৃদয় পটে রং লেগেছে তবু....
হাতের কোণে নেইকো লেখার ভাষা,
কবিতা যেন উড়ন্ত এক পাখি
কখন যেন ত্যাগ করেছে বাসা|
নয়তো বুঝি জলের সাথে মিশে
ঝরছে সে, গাছের পাতায় পাতায়,
অবুঝ ভাষায় বলছে যেন, কবি...
আঁকবি নাকি জলছবি তোর খাতায়|
*****প্রদীপ চৌধুরী***
জানালা ধারে একা বসে থাকা
শুধু কবিতার খাতা হাতে ধরে,
ছন্দ যেন, বিদায় নিয়েছে মন থেকে
কলমের কালি পড়ছে শুধুই ঝরে|
জানালা দিয়ে বৃষ্টি আসা দেখি
কালো মেঘের আকাশ থেকে নামা,
গাছের পাতা ভিজছে তারই সাথে
হচ্ছে তাদের একটু চলা-থামা|
হৃদয় পটে রং লেগেছে তবু....
হাতের কোণে নেইকো লেখার ভাষা,
কবিতা যেন উড়ন্ত এক পাখি
কখন যেন ত্যাগ করেছে বাসা|
নয়তো বুঝি জলের সাথে মিশে
ঝরছে সে, গাছের পাতায় পাতায়,
অবুঝ ভাষায় বলছে যেন, কবি...
আঁকবি নাকি জলছবি তোর খাতায়|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৯/০৬/২০১৬nice poem
-
হিরণ্য হারুন ১৯/০৬/২০১৬সুন্দর
-
নাবিক ১৯/০৬/২০১৬চমকতার লাগলো।।