খোলা আকাশ
খোলা আকাশ
***প্রদীপ চৌধুরী***
ঝিপ ঝিপ বৃষ্টির মাঝে
নয়তো কালো অন্ধকার সাঁঝে
খোলা আকাশের নীচে রাত কেটে যায়|
শীতে রেল ব্রিজের ঠাণ্ডা
পিঠে হাজার বেতের ডান্ডা
ক্ষুধিতরা খালি পেটে মার খায়|
ছাদহীন খোলা আকাশের নীচে
চক্ষু দুটি ঘোমায় মিছে
আপছা আলোয় খুশির ছোঁয়া নাই|
সূর্য ওঠে রাতের শেষে
পূব আকাশে ভেসে ভেসে
খোলা আকাশ মুচকি হেসে যায়|
***প্রদীপ চৌধুরী***
ঝিপ ঝিপ বৃষ্টির মাঝে
নয়তো কালো অন্ধকার সাঁঝে
খোলা আকাশের নীচে রাত কেটে যায়|
শীতে রেল ব্রিজের ঠাণ্ডা
পিঠে হাজার বেতের ডান্ডা
ক্ষুধিতরা খালি পেটে মার খায়|
ছাদহীন খোলা আকাশের নীচে
চক্ষু দুটি ঘোমায় মিছে
আপছা আলোয় খুশির ছোঁয়া নাই|
সূর্য ওঠে রাতের শেষে
পূব আকাশে ভেসে ভেসে
খোলা আকাশ মুচকি হেসে যায়|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৬/০৬/২০১৬
-
দীপঙ্কর বেরা ০৫/০৬/২০১৬খুব সুন্দর
-
দেবজ্যোতিকাজল ০৫/০৬/২০১৬ভাল লেগেছে
-
প্রশান্ত মন্ডল ০৪/০৬/২০১৬লাগলো ভালো
-
রাকিব চৌধুরী শিশির ০৩/০৬/২০১৬বাহ চমৎকার
শুভেচ্ছা নিবেন কবি।