www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুস্থ শরীর সুস্থ দেশ

( প্রবন্ধ )
সুস্থ শরীর : সুস্থ দেশ
*****প্রদীপ চৌধুরী****
মানুষের শরীরটাও মেশিনের মতো এখনি ভাল আছে আবার একটু পরেই খারাপ, মেশিনকে ঠিকমত চালানোর জন্য তার যত্ন করতে হয়, জলে ডুবিয়ে রাখলেতো মেশিন খারাপ হবেই তেমনি তো আমাদের দেহ যদি যত্ন করো তাহলে সে ঠিক থাকবে, আর যদি অবহেলা কর, যদি শরীরকে বিষ খাওয়াও তাহলে তার পরিণাম কি ভয়ঙ্কর হবে তা বলার অবকাশ রাখেনা|
বিষ খাওয়ানো কথাটি এইজন্যই বললাম কারণ আমারা জানি তামাক আমাদের শরীরকে বিষাক্ত করে আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়; মারাত্মক রোগ ক্যানসারকে বাসা বাঁধতে সাহায্য করে, আমাদের দেহে তার সত্ত্বেও আমরা অগ্র- পশ্চাৎ বিবেচনা না তামাক খেয়ে দিনের পর দিন আমাদের দেহের ক্ষতি তো করছিই আবার ধুমপান করে পরিবেশকেউ দূষিত করছি| আমরা তো ইচ্ছে করলেই এই বদ অভ্যাসটা পরিত্যাগ করতে পারি, এক নতুন পরিবেশ গড়ে তুলতে পারি কিন্তু এটা সফল তখনি হবে যখন আমরা সত্যিই এই কাজটা করে দেখাবো|
কতো জন তো তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেন চোখের সামনে থেকে এই মারাত্মক রোগ ক্যানসারের কারণে তখন কতো দুঃখ লাগে বলুন তো| আর তার জন্য আপনারাই দায়ী কারণ জীবন্ত অবস্থায় তো আপনার প্রিয় মানুষটির খারাপ অভ্যাসগুলি কখনো ত্যগ করার চেষ্টা করেননি| তবে এখনো সময় আছে যারা আপনার প্রিয় মানুষ তাদেরকে সতর্ক করুন যাতে তারা এই কুঅভ্যাস টা ত্যাগ করে যাতে তারা সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে পারে| সরকার তো অনেক পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আমরা তো তাদের কোনো পদক্ষেপে কর্ণপাত করছি না| অসুন না আমরা এগিয়ে আসি সকলে মিলে একটা সংস্থা গড়ে তুলি যে সংস্থা প্রতিটি লোককে তামাকের খারাপ দিক গুলোকে চোখে অঙুল দেখিয়ে দেবে, যাতে পরবর্তী প্রজন্ম এক ভাল সুস্থ তামাক মুক্ত সমাজে বাঁচার অধিকার পায়|
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ১২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গোপেশ দে ০৯/০৬/২০১৬
    ভাল লেখনি
  • নীরব ঘোষ জয় ৩১/০৫/২০১৬
    সবাই শরীরের যত্ন নিন, ভালো থাকুন
  • জে এস সাব্বির ৩০/০৫/২০১৬
    আমার কখনো কখনো মনে হয়- নিজেকে শেষ করে দেওয়ার অর্থাত্‍ আত্মহত্যা করা আমার ব্যক্তিগত অধিকার ।সামাজিক ও নৈতিক দিক থেকে এটা অপরাধ হলেও আইনগত ভাবেতো বাধা আছে বলে জানা নেই ।সেই সূত্রে বিষপান আমি করতেই পারি যখন আমার মন চাইবে ।

    কিন্তু ধূমপানের নাম শুধু বিষপান না আত্মহত্যা না বরং সেই সাথে আরো হাজারজনকে নিজের আশেপাশের হাজারজনকে হত্যা করা !!ধূমপানে ধূমপায়ী ব্যক্তি যতটা শারিরিক ক্ষতির সম্মুখীন হয় ঠিক ততটা ক্ষতি হয় তার পার্শ্ববর্তী সকলের । অর্থাত্‍ আপনি ধূমপান না করে থাকলেও আপনার পাশের ধূমপায়ীর জন্য আপনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ।
    @@.@@@@.@@
    একটা সংস্থার ডাক দিয়েছেন শেষে ।উগ্যোগ নেন ,দোয়া রাখি সফল হবেন ।।
    • Wow,
      have a smart comments.
      • জে এস সাব্বির ৩০/০৫/২০১৬
        !!?????!!
 
Quantcast