আলো ফোটাও
আলো ফোটাও
***** প্রদীপ চৌধুরী******
এক ভুবনেই বাস আমাদের
আমরা এক মাটিতে গড়া,
তবু কেনো বিভেদ হেথায়
বঞ্চিত হয় তারা|
জাতের কালি লাগিয়ে গায়ে
ছোটো বড়ো বিভেদ করো,
তাইতো বলি সভ্য মানুষ
বিবেক তোমার অনেক বড়ো!!
ভুলে গেছো বিবেকানন্দের বাণী
ভুলে গেছো ঐক্যের তান,
মনে আছে কি নজরুলকে
যেথায় এক করেছে হিন্দু- মুসলমান|
জগত এখনো ডুবে আছে
গভীর অন্ধকারে,
আলো ফোটাও এই জগতে
মুক্তি দাও তারে|
***** প্রদীপ চৌধুরী******
এক ভুবনেই বাস আমাদের
আমরা এক মাটিতে গড়া,
তবু কেনো বিভেদ হেথায়
বঞ্চিত হয় তারা|
জাতের কালি লাগিয়ে গায়ে
ছোটো বড়ো বিভেদ করো,
তাইতো বলি সভ্য মানুষ
বিবেক তোমার অনেক বড়ো!!
ভুলে গেছো বিবেকানন্দের বাণী
ভুলে গেছো ঐক্যের তান,
মনে আছে কি নজরুলকে
যেথায় এক করেছে হিন্দু- মুসলমান|
জগত এখনো ডুবে আছে
গভীর অন্ধকারে,
আলো ফোটাও এই জগতে
মুক্তি দাও তারে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬ছন্দিতা খুবই ভাল লাগলো
-
এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬সবার মনে ফুটুক আলো।
-
নাসিফ আমের চৌধুরী ১৮/০৫/২০১৬সুন্দর
-
পরশ ১৭/০৫/২০১৬ভাল
-
প্রবাল ১৫/০৫/২০১৬অসাম্প্রদায়িকতার আহবান। ধন্যবাদ কবি।
-
শ্রীরূপা লাহিড়ি ১৫/০৫/২০১৬ভালো কবিতা।
-
পরশ ১৪/০৫/২০১৬ভাল লেগেছে
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১৩/০৫/২০১৬''এক ভুবনেই বাস আমাদের''
---------চমৎকার ডিকশন। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৩/০৫/২০১৬চমৎকার!!!