দিন বদলের পালা
দিন বদলের পালা
*****প্রদীপ চৌধুরী****
অনেক জুলুম দেখেছি হতে
দেখেছি মরার স্তুপ,
চোখের কোণে অশ্রু দেখে
তাইতো এখন চুপ|
কাদের উপর বলবো কথা
কণ্ঠ উঁচু করে,
তাকিয়ে দেখ রাস্তা দিকে
হাজার মানুষ মরে|
মৃত্যু মিছিল চলছে শুধুই
রাস্তা, পথে ঘাটে,
এমন ভাবেই এক এক করে
ভয়ে ভয়ে দিন কাটে|
এবার হয়তো আমার পালা
সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
কে তার কাছে যাবে|
*****প্রদীপ চৌধুরী****
অনেক জুলুম দেখেছি হতে
দেখেছি মরার স্তুপ,
চোখের কোণে অশ্রু দেখে
তাইতো এখন চুপ|
কাদের উপর বলবো কথা
কণ্ঠ উঁচু করে,
তাকিয়ে দেখ রাস্তা দিকে
হাজার মানুষ মরে|
মৃত্যু মিছিল চলছে শুধুই
রাস্তা, পথে ঘাটে,
এমন ভাবেই এক এক করে
ভয়ে ভয়ে দিন কাটে|
এবার হয়তো আমার পালা
সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
কে তার কাছে যাবে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬
-
এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬দিন বদলের অপেক্ষায় ...
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৫/২০১৬দাড়াও কবি, একটু সুধা পান করে যাও!
অটুট থাকুক কবিতার ছন্দ আজীবন।। -
মৃণ্ময় আলম ০৮/০৫/২০১৬ভাল লাগলো
-
সাইদুর রহমান ০৭/০৫/২০১৬খুব ভালো।
-
জুনায়েদ বি রাহমান ০৬/০৫/২০১৬ভালো ছন্দময় কবিতা।
-
মোঃ নাজমুল হাসান ০২/০৫/২০১৬অসাধারণ।
-
মোবারক হোসেন ০১/০৫/২০১৬সুন্দর লাগলো কবিতা
শুভেচ্ছা ।
সবাই বুঝি ভাবে,
মৃত্যু যেন বসেই আছে
কে তার কাছে যাবে|
অসাধারণ ছন্দতে ছন্দময় কবিতা!