www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলতে চাই

চলার পথে ভয় পেয়োনা
ওরা যতই দেখাক চোখ|
সত্যি কথা বলার সময়
কণ্ঠ উঁচু হোক||
খুব বড়ো জোর প্রাণ যাবে
আর তো কিছু নই|
তাই বলে কি নীরব রব
এ কখনো হয়||
আঙুল তুলে বলবো কথা
তাতে আঙুল কেটে যাক|
আমায় দেখে হাজার মানুষ
বলার সাহস পাক||
ওদের চোখে শত্রু হব
তাও পাবনা ভয়|
কলম আমার থামবে নাকো
না হোক সে জয়||
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ১৫/০৪/২০১৬
    সময় নদীর-
    অথৈ জলের বুকে;
    জীবন তরী-
    চলুক মহাসুখে!
    ________
    শুভ নববর্ষ!
    আপন মহিমায় সূর্য ওঠে, আলো ফোটে! সূর্যের মতো জেগে উঠুন, আপনার আলোয় আলোকিত আমাদের সমাজ।
 
Quantcast