কিছু পাওয়ার আশা
শিশির হয়ে নেমে আসুক
চোখের অশ্রু কণা,
ভিজে সকাল বেলায়|
নয়তো দিনের সূর্য ডুবুক
সন্ধ্যা আসুক নেমে,
প্রান্ত বিকেল বেলায়||
পাখিরা সব বাসায় ফিরুক
গেয়ে তাদের গান,
সন্ধ্যা লাগার মুখে|
ঘরের মানুষ ঘরে ফিরুক
থামিয়ে বাকি কাজ,
সঙ্গী পাওয়ার সুখে||
মিষ্টি হাওয়ায় বয়ে আসুক
নিভিয়ে দেক,
আছে মনের যত আগুন|
বিরহের সুর থেমে যাক
রং লাগুক,
জীবনে আসুক ফাগুন||
চোখের অশ্রু কণা,
ভিজে সকাল বেলায়|
নয়তো দিনের সূর্য ডুবুক
সন্ধ্যা আসুক নেমে,
প্রান্ত বিকেল বেলায়||
পাখিরা সব বাসায় ফিরুক
গেয়ে তাদের গান,
সন্ধ্যা লাগার মুখে|
ঘরের মানুষ ঘরে ফিরুক
থামিয়ে বাকি কাজ,
সঙ্গী পাওয়ার সুখে||
মিষ্টি হাওয়ায় বয়ে আসুক
নিভিয়ে দেক,
আছে মনের যত আগুন|
বিরহের সুর থেমে যাক
রং লাগুক,
জীবনে আসুক ফাগুন||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ বিশ্বাস ২০/০৪/২০১৬খুব ভালো
-
মাহাবুব ০৯/০৪/২০১৬বেশ সুন্দর কবি কবিতাটা, শুভেচ্ছা।
-
দ্বীপ সরকার ০৯/০৪/২০১৬অনেক সুন্দর লিখনী।
-
শ.ম. শহীদ ০৯/০৪/২০১৬বিরহের সুর থেমে যাক
রঙ লাগুক
জীবনে আসুক ফাগুন।
অনেক ভালো চাওয়া। -
মোবারক হোসেন ০৯/০৪/২০১৬ভাল লাগলো পড়ে।
-
উজ্জ্বল সরদার আর্য ০৯/০৪/২০১৬অসাধারণ।
-
জয় শর্মা ০৮/০৪/২০১৬অনন্য