রাজনীতি আমার ভালবাসা
প্রিয় বন্ধু
বাসু
কেমন আছিস তুই, বাড়ির সকলে ভাল আছে তো?
আজ তোকে চিঠিতে কিছু কথা বলছি, যে কথাগুলো মনের মধ্যে অনেকদিন ধরে জমিয়ে রেখেছি| কিন্তু বলা হয়নি কখনো তাই আজ বলছি তোকে|
তুই নিশ্চয় জানিস বা বিশ্বাস করিস রাজনীতির লোকেরা খুব খারাপ হয় তারা খুন-খারাপি করে| আমিও এটা মানি কিন্তু সকলে সমান হয়না| কেউ রাজনীতি করে ব্যবসা করার জন্য, কেউ রাজনীতি করে ভালবেসে| পকেটে লক্ষ লক্ষ টাকা ভরে আর বড়ো বড়ো স্টেজে বক্তৃতা দিলেই নেতা হওয়া যায় না; ঠিকমত নেতৃত্ব দিতে জানতে হয়, মানুষকে ভালবাসতে জানতে হয়| সকলকে নিয়ে চলার নামই রাজনীতি| রাজনীতি করতে গেলে কূটনীতি জানতে হয় ঠিকই কিন্তু সেই কূটনীতি যেন মানুষের ব্যক্তিগত স্বার্থে আঘাত না করে|
সুভাষচন্দ্র উনিও তো একজন রাজনীতির নেতা ছিলেন, কিন্তু তুই কি ভাবিস তিনি নিজের স্বার্থে রাজনীতি করতেন? আমি কিন্তু ভাবি না| উনি দেশের মানুষকে ভালবাসতেন তাদের জন্যই রাজনীতি করতেন| আর আজ তাদের মতো কাউকে যদি পাই তাহলে ধন্য হবো| যারা গরীব মানুষের হাত ধরে বলবে তোমাদের কি কষ্ট বলো, তোমাদের কিভাবে সেবা করতে পারি বলো-- কিন্তু এখন তেমন রাজনীতিবীদ আর নেই| যদি কেউ ভাল কাজ করতে চাই তাহলে হাজার সমস্যা তাকে ঘিরে ধরে|
তাই আমি ভেবেছি রাজনীতির মঞ্চে নামবো| সবার ঘরে ঘরে গিয়ে তাদের অভাবের কথা শুনবো যাতে তাদের চোখের জল ঝরতে ঝরতে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়| আমি এমন রাজনীতি করতে চাই যাতে জাত-পাত বিভেদ থাকবে না, হাতে ঝান্ডা থাকবে না, না থাকবে কোনো দল তবু রাজনীতি করবো মানুষের জন্য| শুনে অবাক লাগছে তাই না! এ যেন সোনার পাথর বাটি| কিন্তু মানুষের জন্য যে এটা করতেই হবে, না হলে আগামী প্রজন্মে খুন-খারাপি আরও বাড়বে, কতো মা সন্তান হারা হবে, ধর্ষিত হবে কত জন নারী কে জানে! সমাজের সে অন্ধকার মনের মানুষগুলোকে চির অন্ধকারের কালো ছায়া থেকে বের করে তাদেরকে আলো দেখাতে হবে| তবে কি মনে হয় জানিস-- আমার এই কথাগুলো কিছু প্রশ্ন রেখে যায়
আদৌ কি এ সব সম্ভব?
না এটা আকাশ কুসুম এক কল্পনা?
বাস্তব পরিস্থিতিতে কি কখনো এমন হওয়া যাবে? জানি না তবে আমি তোর কাছে জানতে চাই তুই রাজনীতিকে কোন চোখে দেখিস আমাকে চিঠিতে জানাস||
ইতি
প্রদীপ চৌধুরী
বাসু
কেমন আছিস তুই, বাড়ির সকলে ভাল আছে তো?
আজ তোকে চিঠিতে কিছু কথা বলছি, যে কথাগুলো মনের মধ্যে অনেকদিন ধরে জমিয়ে রেখেছি| কিন্তু বলা হয়নি কখনো তাই আজ বলছি তোকে|
তুই নিশ্চয় জানিস বা বিশ্বাস করিস রাজনীতির লোকেরা খুব খারাপ হয় তারা খুন-খারাপি করে| আমিও এটা মানি কিন্তু সকলে সমান হয়না| কেউ রাজনীতি করে ব্যবসা করার জন্য, কেউ রাজনীতি করে ভালবেসে| পকেটে লক্ষ লক্ষ টাকা ভরে আর বড়ো বড়ো স্টেজে বক্তৃতা দিলেই নেতা হওয়া যায় না; ঠিকমত নেতৃত্ব দিতে জানতে হয়, মানুষকে ভালবাসতে জানতে হয়| সকলকে নিয়ে চলার নামই রাজনীতি| রাজনীতি করতে গেলে কূটনীতি জানতে হয় ঠিকই কিন্তু সেই কূটনীতি যেন মানুষের ব্যক্তিগত স্বার্থে আঘাত না করে|
সুভাষচন্দ্র উনিও তো একজন রাজনীতির নেতা ছিলেন, কিন্তু তুই কি ভাবিস তিনি নিজের স্বার্থে রাজনীতি করতেন? আমি কিন্তু ভাবি না| উনি দেশের মানুষকে ভালবাসতেন তাদের জন্যই রাজনীতি করতেন| আর আজ তাদের মতো কাউকে যদি পাই তাহলে ধন্য হবো| যারা গরীব মানুষের হাত ধরে বলবে তোমাদের কি কষ্ট বলো, তোমাদের কিভাবে সেবা করতে পারি বলো-- কিন্তু এখন তেমন রাজনীতিবীদ আর নেই| যদি কেউ ভাল কাজ করতে চাই তাহলে হাজার সমস্যা তাকে ঘিরে ধরে|
তাই আমি ভেবেছি রাজনীতির মঞ্চে নামবো| সবার ঘরে ঘরে গিয়ে তাদের অভাবের কথা শুনবো যাতে তাদের চোখের জল ঝরতে ঝরতে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়| আমি এমন রাজনীতি করতে চাই যাতে জাত-পাত বিভেদ থাকবে না, হাতে ঝান্ডা থাকবে না, না থাকবে কোনো দল তবু রাজনীতি করবো মানুষের জন্য| শুনে অবাক লাগছে তাই না! এ যেন সোনার পাথর বাটি| কিন্তু মানুষের জন্য যে এটা করতেই হবে, না হলে আগামী প্রজন্মে খুন-খারাপি আরও বাড়বে, কতো মা সন্তান হারা হবে, ধর্ষিত হবে কত জন নারী কে জানে! সমাজের সে অন্ধকার মনের মানুষগুলোকে চির অন্ধকারের কালো ছায়া থেকে বের করে তাদেরকে আলো দেখাতে হবে| তবে কি মনে হয় জানিস-- আমার এই কথাগুলো কিছু প্রশ্ন রেখে যায়
আদৌ কি এ সব সম্ভব?
না এটা আকাশ কুসুম এক কল্পনা?
বাস্তব পরিস্থিতিতে কি কখনো এমন হওয়া যাবে? জানি না তবে আমি তোর কাছে জানতে চাই তুই রাজনীতিকে কোন চোখে দেখিস আমাকে চিঠিতে জানাস||
ইতি
প্রদীপ চৌধুরী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৫/০৪/২০১৬সুন্দর
-
ফয়জুল মহী ০৫/০৪/২০১৬পড়ে অনেক ভাল লাগল