অন্ধ সমাজ
কখনো বৃষ্টি পড়ছে
কখনো বা খরা|
নয়তো কভু খালি পেট
আর নয়তো মরা||
প্রকৃতি আজ স্তব্ধ হয়েছে
পাখির গান নাই|
দুঃখীদের করুণ সুর
আকাশ ছুঁয়েছে তাই||
শিশু যেন একলা কাঁদে
হয়তো কিছু চাই|
গরীব মায়ের নেইতো কিছু
তাইতো মুখে ছাই||
এরা কেন অবহেলিত
কেন এরা একা?
চক্ষু থাকতে অন্ধ মোরা
পাইনা এদের দেখা||
কখনো বা খরা|
নয়তো কভু খালি পেট
আর নয়তো মরা||
প্রকৃতি আজ স্তব্ধ হয়েছে
পাখির গান নাই|
দুঃখীদের করুণ সুর
আকাশ ছুঁয়েছে তাই||
শিশু যেন একলা কাঁদে
হয়তো কিছু চাই|
গরীব মায়ের নেইতো কিছু
তাইতো মুখে ছাই||
এরা কেন অবহেলিত
কেন এরা একা?
চক্ষু থাকতে অন্ধ মোরা
পাইনা এদের দেখা||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২৩/০৩/২০১৬সুন্দর
-
জয় শর্মা ২২/০৩/২০১৬মনোহর... ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল
-
মাহাবুব ২২/০৩/২০১৬কবি,খুব ভালো হয়েছে কবিতাটা,শুভেচ্ছা,
ভালো থাকবেন। -
বিশ্বজিৎ পাল ২২/০৩/২০১৬খুব ভালো
-
পরশ ২২/০৩/২০১৬অসাধারন