ক্ষুধিত মানুষ
ক্ষুধার জ্বালায় কাঁদছে মানুষ
কোথাও থাকার জায়গা নাই|
কান্না ভরা চোক্ষু দুটি
হারিয়ে যেতে চাই||
এদের কথা কেউ ভাবে না
ব্যস্ত সবাই কাজে|
রাগের মাথায় কেউ বা বলে
এরা ভীষণ বাজে||
হৃদয় হীন সমাজ এখন
নেইকো মায়া দয়া|
ক্ষুধিতরা ক্ষুধায় মরুক
হারাক মাথার ছায়া!!
পরিস্থিতি বড়োই কঠিন
কেউই নইতো কারো|
ক্ষুধার জ্বালায় কাঁদছে মানুষ
তোমরা তবুও মারো||
সভ্য মানুষ ধন্য তুমি
তোমায় করি সেলাম|
তোমরা না হয় সুখেই থাক
আমরা হব গোলাম||
কোথাও থাকার জায়গা নাই|
কান্না ভরা চোক্ষু দুটি
হারিয়ে যেতে চাই||
এদের কথা কেউ ভাবে না
ব্যস্ত সবাই কাজে|
রাগের মাথায় কেউ বা বলে
এরা ভীষণ বাজে||
হৃদয় হীন সমাজ এখন
নেইকো মায়া দয়া|
ক্ষুধিতরা ক্ষুধায় মরুক
হারাক মাথার ছায়া!!
পরিস্থিতি বড়োই কঠিন
কেউই নইতো কারো|
ক্ষুধার জ্বালায় কাঁদছে মানুষ
তোমরা তবুও মারো||
সভ্য মানুষ ধন্য তুমি
তোমায় করি সেলাম|
তোমরা না হয় সুখেই থাক
আমরা হব গোলাম||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ১৭/০৩/২০১৬ধন্যবাদ
-
সাইদুর রহমান ১৭/০৩/২০১৬সুন্দর উপস্থাপনা।
-
মৃণ্ময় আলম ১৬/০৩/২০১৬কবি। মুগ্ধ হলাম
-
রাকিব চৌধুরী শিশির ১৫/০৩/২০১৬ধন্যবাদ দাদা লেখাটি অসাধারন হয়েছে
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৫/০৩/২০১৬মুগ্ধকর
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৩/২০১৬সুন্দর চিন্তা
-
মনিরুজ্জামান জীবন ১৫/০৩/২০১৬অনবদ্য ব্যঞ্জনাময়