তুমি কি এসেছ
সত্যি কি তুমি এসেছো বন্ধু
অদূর প্রান্ত বেয়ে;
নাকি এটা শুধু স্বপ্ন আমার
তোমার পথ চেয়ে!
জানি তুমি আসবে আবার
আমি নীরবে দাড়িয়ে তাই,
কিন্তু কোথায় তুমি
তোমার দেখা যে নাই|
তারাদের ভিড়ে অনেক খুঁজেছি
ডেকেছি কত তোমায়|
কিন্তু সেসব বৃথায় গেছে
কেটেছে শুধু সময়|
আজও তোমার পাইনা দেখা
কোথায় গেলে তুমি,
কেন দূর আকাশে চলে গেলে
ছেড়ে জন্মভূমি!
মায়ের আঁচল শূন্য করে
তুমি রয়েছো সুখে|
সব বন্ধন কাটিয়ে দিয়েছ
ওই আকাশের বুকে|
বন্ধু তুমি নতুন রূপে
আবার এসো ফিরে
অনেক স্বপ্ন আছে আমার
বন্ধু তোমায় ঘিরে|
অদূর প্রান্ত বেয়ে;
নাকি এটা শুধু স্বপ্ন আমার
তোমার পথ চেয়ে!
জানি তুমি আসবে আবার
আমি নীরবে দাড়িয়ে তাই,
কিন্তু কোথায় তুমি
তোমার দেখা যে নাই|
তারাদের ভিড়ে অনেক খুঁজেছি
ডেকেছি কত তোমায়|
কিন্তু সেসব বৃথায় গেছে
কেটেছে শুধু সময়|
আজও তোমার পাইনা দেখা
কোথায় গেলে তুমি,
কেন দূর আকাশে চলে গেলে
ছেড়ে জন্মভূমি!
মায়ের আঁচল শূন্য করে
তুমি রয়েছো সুখে|
সব বন্ধন কাটিয়ে দিয়েছ
ওই আকাশের বুকে|
বন্ধু তুমি নতুন রূপে
আবার এসো ফিরে
অনেক স্বপ্ন আছে আমার
বন্ধু তোমায় ঘিরে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফিরোজ হোসেন ০৮/০৩/২০১৬ভালো লাগলো, অভিনন্দন
-
ঐশ্বরিক হিমা ০৭/০৩/২০১৬ডাকলে কেঁউ সারা দেয় না..... সময়গুলো এমনি এমনি ই কেঁটে যায়
সুন্দর। -
দেবাশীষ দিপন ০৬/০৩/২০১৬দারুণ।ভালো লাগলো।
-
রাকিব চৌধুরী শিশির ০৬/০৩/২০১৬খুব ভাল লাগল...........
-
মোবারক হোসেন ০৬/০৩/২০১৬ভাল লাগলো পড়ে।
-
মনিরুজ্জামান জীবন ০৬/০৩/২০১৬দারুণ