এ কেমন সমাজ
বয়স আমার চোদ্দ কম
মনেও প্রবল দম
তবু আমি পায়না কাজ|
ক্ষুধার জ্বালায় অশ্রু ঝরে
অনাহারে মানুষ মরে
এ কেমন সমাজ||
সারাদিন পায়না খেতে
পয়সা তো নেই কারো হাতে
আছে ফাঁকা থালা|
খালি পেটে দিন কেটে যায়
এ কেমন সমাজ হায়
নিভছে না তো ক্ষুধার জ্বালা||
সংবিধানের পাতায় আছে
কাজ পাবেনা চোদ্দ নীচে
তাইতো নিরুপায়|
ক্ষুধার জ্বালা দুষ্টু বড়ো
শুধুই বলে পেট'টি ভরো
কিন্তু খাবার কোথাও নাই||
এমনভাবেই দেশ চলেছে
কাঁদছে কতো লোক|
ক্ষুধার কাছে হেরে গিয়ে
কেউ বুজেছে চোখ||
মনেও প্রবল দম
তবু আমি পায়না কাজ|
ক্ষুধার জ্বালায় অশ্রু ঝরে
অনাহারে মানুষ মরে
এ কেমন সমাজ||
সারাদিন পায়না খেতে
পয়সা তো নেই কারো হাতে
আছে ফাঁকা থালা|
খালি পেটে দিন কেটে যায়
এ কেমন সমাজ হায়
নিভছে না তো ক্ষুধার জ্বালা||
সংবিধানের পাতায় আছে
কাজ পাবেনা চোদ্দ নীচে
তাইতো নিরুপায়|
ক্ষুধার জ্বালা দুষ্টু বড়ো
শুধুই বলে পেট'টি ভরো
কিন্তু খাবার কোথাও নাই||
এমনভাবেই দেশ চলেছে
কাঁদছে কতো লোক|
ক্ষুধার কাছে হেরে গিয়ে
কেউ বুজেছে চোখ||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৬/০২/২০১৬ভালো হয়েছে, শুভেচ্ছা।
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬ধন্যবাদ কবি আপনাকে । আমার খুব পছন্দ হয়েছে ।
-
গাজী তৌহিদ ২২/০২/২০১৬ভালো লাগল!
-
মোঃ নাজমুল হাসান ২২/০২/২০১৬সুন্দর। কবিকে শুভেচ্ছা।