কেমন সমাজ
আমার খাস আমার পরিস
তাও স্পর্ধা তো নয় কম|
এমন ভাবেই মালিক শাসায়
সকালে হরদম||
গরীব মানুষ বলেই হয়তো
নীরব থাকি আমি|
গায়ে আমার নেইকো পোশাক
চটিও নেই দামী||
তবু তোমরা আঘাত করো
লজ্জা শুধু দাও|
একটা কথা বলতে পারো
এতে কি সুখ পাও||
কালের চাকা ঘুরছে যেমন
সকাল হোক বা রাত|
তেমন ভাবেই সুখের প্রাসাদ
সেও হারাবে ছাদ||
পাপের সাজা পেতেই হবে
কেউ পাবে না পার|
তখন তুমি কাঁদবে একা
কেউ দেবেনা ছাড়||
তাও স্পর্ধা তো নয় কম|
এমন ভাবেই মালিক শাসায়
সকালে হরদম||
গরীব মানুষ বলেই হয়তো
নীরব থাকি আমি|
গায়ে আমার নেইকো পোশাক
চটিও নেই দামী||
তবু তোমরা আঘাত করো
লজ্জা শুধু দাও|
একটা কথা বলতে পারো
এতে কি সুখ পাও||
কালের চাকা ঘুরছে যেমন
সকাল হোক বা রাত|
তেমন ভাবেই সুখের প্রাসাদ
সেও হারাবে ছাদ||
পাপের সাজা পেতেই হবে
কেউ পাবে না পার|
তখন তুমি কাঁদবে একা
কেউ দেবেনা ছাড়||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশ বর্মন (বুলবুলি) ০৫/০৩/২০১৬খুব সুন্দর লেখা। ভালো লাগলো পড়ে।
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬বাহবা কবি অসাধারন লিখেছেন ।
-
মাহাবুব ২১/০২/২০১৬তখন তুমি কাঁদবে একা
কেউ দেবেনা ছাড়।।
পরে অনেক মজা পেয়েছি কবি বন্ধু।
শুভেচ্ছা। -
ধ্রুব রাসেল ২০/০২/২০১৬ভাল লাগলো।
-
হরেকৃষ্ণ দে ২০/০২/২০১৬পাপের ফল সর্বদা মারাত্মক।কেউ পাবে না পার!সাধু ভাবনা প্রসুত কবিতা।ভালো লাগল।অভিনন্দন ও শুভেচ্ছা।
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০২/২০১৬বেশ সুন্দর
-
মনিরুজ্জামান জীবন ১৯/০২/২০১৬মুগ্ধ প্রকাশ, কবি ভুল গুলো সম্পাদনা করুন।
-
অভিযান পাল ১৯/০২/২০১৬ভালো লাগল । ধন্যবাদ । দু'টি টাইপো এরর আছে । অনুগ্রহ ক রে সম্পাদনা করে নেবেন । ১) পাড়> পার । ২) কাদবে > কাঁদবে । শুভেচ্ছা জানাই ।
-
গাজী তৌহিদ ১৯/০২/২০১৬অনেক ভালো ছড়া প্রদীপ ভাই