এ ধর্ম আমার নয়
এ ধর্ম আমার নয়
যেখানে মানুষের স্বাধীনতা থাকেনা,
আমি তো এমন ধর্ম চাইনি
যেখানে জাত পাতের বিরোধ থাকবে|
মানবতাই আমার ধর্ম
সকল মানুষের মাঝেই আমার মন্দির|
আমার একফোটা চোখের জল
যেনো তাদেরই পুজোর ফুল,
এ সমাজে কারা বিষ ছড়িয়ে দিয়েছে
ওকে ছুঁয়োনা ও অন্য জাতের;
এ মানষিকতার জন্য দায়ী কারা
ধর্ম, না ধর্ম নয়, মানুষ নিজেই||
যদি জন্ম থেকে বলতো ওরা আমাদের ভাই
ওদেরকে ভালবাসতে হবে-
তবে কি আজ এত কিছু ঘটতো,
থাকতো হিন্দু-মুসলিম ভেদ|
এ সমাজ এ ধর্ম ঘৃণ্য
একে আমি পছন্দ করিনা|
আমার ধর্ম মানব ধর্ম
এ ধর্ম সকলের উদ্ধে||
যেখানে মানুষের স্বাধীনতা থাকেনা,
আমি তো এমন ধর্ম চাইনি
যেখানে জাত পাতের বিরোধ থাকবে|
মানবতাই আমার ধর্ম
সকল মানুষের মাঝেই আমার মন্দির|
আমার একফোটা চোখের জল
যেনো তাদেরই পুজোর ফুল,
এ সমাজে কারা বিষ ছড়িয়ে দিয়েছে
ওকে ছুঁয়োনা ও অন্য জাতের;
এ মানষিকতার জন্য দায়ী কারা
ধর্ম, না ধর্ম নয়, মানুষ নিজেই||
যদি জন্ম থেকে বলতো ওরা আমাদের ভাই
ওদেরকে ভালবাসতে হবে-
তবে কি আজ এত কিছু ঘটতো,
থাকতো হিন্দু-মুসলিম ভেদ|
এ সমাজ এ ধর্ম ঘৃণ্য
একে আমি পছন্দ করিনা|
আমার ধর্ম মানব ধর্ম
এ ধর্ম সকলের উদ্ধে||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হিরণ্য হারুন ১৭/০২/২০১৬সুন্দর
-
অভিষেক মিত্র ১৭/০২/২০১৬বেশ লাগল দাদা।
-
দেবব্রত সান্যাল ১০/০২/২০১৬বক্তব্যের দিকে বেশি মনোযোগ দেওয়ায় , কাব্য ভাবনা ব্যাহত হয়েছে। আরও উন্নত পরিবেশনার আশা রইলো। বানান ভুল শুদ্ধ করে নিন।